“পথিক ইফতার” ফেরিওয়ালা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বাবু-চিলু
“পথিক ইফতার” আইডিয়া নিয়ে পথিকদের দিলেন ইফতার, হয়ে উঠলেন পথিক ইফতার’র ফেরিওয়ালা। শহরে ঘুড়ে ঘুড়ে ২ শ’ দুস্থ্য পথিকের হাতে তুলে দিলেন ইফতারের প্যাকেট। পথিক ইফতার বিতরণের সময় আযান দেয়ায় পথিকদের নিয়েই পথে সাড়লেন ইফতার। মানবিকতা আর ধনি-গরিব মিলেমিশে ইফতার করার আইডিয়াটির দৃষ্টান্ত স্থাপন করলেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এ আইডিয়াটি নিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করে সাধারণ মানুষের মন জয় করে নিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কিশোরগঞ্জ উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির বাবু-চিলু। এটির পর পরেই বিভিন্ন জন তাদের আখ্যায়িত করছেন “পথিক ইফতার’র ফেরিওয়ালা” নামেও।
শনিবার দুপুর থেকে নিজের হাতেই শুরু করেন ইফতার সামগ্রী রান্না। রান্না শেষে ওই খাবার দিয়ে সাজানো হয় ইফতারের প্যাকেট। আসরের নামাজের পর এ ইফতার প্যাকেট একটি অটোতে সারি সারি করে সাজিয়ে নেন। অটোর সাইটে সাটিয়ে দেন একটি ডিজিটাল ব্যানার। যাতে লেখা “পথিক ইফতার”। অনেকেই ব্যানারের ভাষা বুঝতে না পেরে তাদের জিজ্ঞাসাও করেন “পথিক ইফতার” টি আবার কি। তখনই তাদের হাতে ধরিয়ে দেন ইফতারের একটি প্যাকেট। পথচারীরা আকস্মিকভাবে ইফতারের প্যাকেট পেয়ে বুঝে নেন “পথিক ইফতার” ভাষাটি। অন্যদিকে ব্যানারটির গায়ে লেখা ছিল- যদি মানুষ হতে চাও, মানুষের পাশে দাড়াও, ধনি গরিব এক কাতারে ইফতার হবে মিলেমিশে। উপজেলা শহরে ঘুরে ঘুরে ২ শ’ দুস্থ্য পথিককের হাতে তুলে দেন ইফতার। ধনি গরিবের ভেদাভেদ ভুলে পথিকদের সাথে মিলেমিশেই ইফতারও সাড়েন তারা। ধনি গরিব এক কাতারে ইফতার হবে মিলেমিশে তাই করলেন তারা। ব্যানারের গায়ে লেখা ম্যাসেজটিও পথিকদের সাথে ইফতার করে বুঝিয়ে দেন। পথিকদের দেখিয়ে দেন ধনি-গরিব নয়, আমরা সকলে মিলেমিশেই ইফতার করতে চাই। ব্যানারে লেখাগুলি শুধু লেখার মধ্যে সীমাবদ্ধতা না রেখে বাস্তব রুপ দিয়ে তারা পরিচয়ও দিলেন প্রকৃত মানুষের। নজর কাড়লেন সাধারণ মানুষের। দৃষ্টান্ত স্থাপন করলেন মানবিকতার। হয়ে উঠলেন “পথিক ইফতার’র ফেরিওয়ালা”। অনেকেই বলেন এ যেন গরিবের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
পথিক ইফতার কর্মসূচির নেতৃত্ব দেন সদ্য ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কিশোরগঞ্জ উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক রশিদুল ইসলাম বাবু ও সদস্য সচিব আসাদুজ্জামান চিলু। এ দু’ তরুণ নেতার আইডিয়ায় শুরু হলো পথিক ইফতারের কর্মসূচি। প্রধান শহরে এ কর্মসূচি শেষে উপজেলার ৯টি ইউনিয়নেই এ কর্মসূচি নিয়ে পথিকদের সাথে মিলেমিশে যাবেন তারা। বিতরণ করবেন পথিক ইফতার। ক’দিনের মধ্যেই ইউনিয়নে ইউনিয়নে গিয়ে পথিকদের ইফতার দিবেন ও তাদের সাথে ইফতার করবেন এমনটিই আভাস দিয়েছেন এ তরুণ দু’ নেতা। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি বাবু মিথুন চন্দ্র রায়, সাধারণ সম্পাদক শাকিল ইসলাম, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কিশোরগঞ্জ উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য রুবেল হোসেন, তাজুল ইসলাম বাবু প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন রুপম, সুমনসহ অনেকে।
ক’জন সচেতন পথিক এ প্রতিবেদককে বলেন-“পথিক ইফতার” ধারণাটি নতুন, ভাল, ভিন্ন ধারার চমৎকার একটি উদ্দ্যোগ। এ ধারণাটির সফলতাসহ যারা এটির আয়োজক তাদের ভূয়সী প্রশংসাও করেন সচেতন পথচারীরা।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কিশোরগঞ্জ উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক রশিদুল ইসলাম বাবু ও সদস্য সচিব আসাদুজ্জামান চিলু এ প্রতিবেদককে জানান- ধনি-গরিব ভেদাভেদ ভুলে সবশেষে আমরা সবাই মানুষ, সকলেই মিলেমিশে করবো ইফতার এ ম্যাসেজটি দেয়ার জন্যই এ উদ্দ্যোগ আমরা গ্রহণ করেছি। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সব সময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে এটিও জানিয়ে দেয়া হল।

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি