সান্তাহার পৌর মহিলা দলের নতুন কমিটি ঘোষনা
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শাখার জাতীয়তাবাদী মহিলা দলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের বগুড়া জেলা শাখার সভাপতি মিসেস লাভলী রহমান ও সাধারণ সম্পাদক নাজমা আকতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসিনা মমতাজ মুক্তাকে সভাপতি এবং জাহানারা বেগমকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী মহিলা দল সান্তাহার পৌর শাখার ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি নাজনীন পারভীন রীনা, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সোহেলী রহমান, সাংগঠনিক সম্পাদক রিনি বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক নিশকাত জাহান, প্রচার সম্পাদক আসমানী, দপ্তর সম্পাদক সেলিনা বেগম, কোষাধ্যক্ষ জুলেখা খাতুন, মহিলা বিষয়ক সম্পাদক আদরী বেগম, ক্রীড়া সম্পাদক পুস্প আকতার, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক কোহিনুর বেগম, নির্বাহী সদস্য আলতাফুনেছা বাবলী, পাপিয়া
বেগম, নাজমা বেগম সহ মোট ৫১ সদস্য বিশিষ্ট কমিটি।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি