সৈয়দপুরে আগুনে চারটি পরিবারের গরু-ছাগলসহ সর্বস্ব পুড়ে ছাঁই
নীলফামারীর সৈয়দপুরের এক পল্লীতে ভয়াবহ আগুনে চারটি পরিবারের নয়টি পাকা টিনসেট ঘর, নগদ অর্থ, নয়টি গরু-ছাগলসহ সর্বস্ব পুড়ে গেছে।
গত রোববার (৯ এপ্রিল) রাত আনুমানিক পৌণে দশটার সময় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাসকান্দর ভুল্লীপাড়া নদীরপাড় এলাকায় ওই আগুনের ঘটনাটি ঘটেছে। আগুনে গৃহকর্তা নজরুল ইসলাম ও তাঁর তিন ছেলে আনোয়ার হোসেন, খায়রুল ইসলাম ও খাদেমুল ইসলামের নগদ লক্ষাধিক টাকাসহ অর্ধকোটি টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে বলে দাবি করা হয়েছে। বর্তমানে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা পার্শ্ববতী মোহাম্মদীয়া শাহ্ সেকেন্দার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় গ্রহন করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, উল্লিখিত এলাকার মো. নজরুল ইসলাম পাঁচ ছেলে। এদের মধ্যে তিন ছেলের পরিবার-পরিজন রয়েছে। আর দুই ছেলে লেখাপড়া করেন। তারা একটি বাড়িতে নয়টি টিনসেট পাকা ঘরে একত্রে সকলেই মিলে বসবাস করেন। ঘটনার দিন গত রোববার গৃহকর্তা নজরুল ইসলাম ও তাঁর পাঁচ ছেলেরা প্রতিদিনের মতো বাড়ির পাশের মসজিদে এশা ও পবিত্র রমজান মাসের তারাবিহ নামাজ আদায়ের জন্য যান। এ সময় বাড়িতে শুধু নারী সদস্য ছিলেন। এ সময় গৃহকর্তা নজরুল ইসলামের মেঝো ছেলে খায়রুল ইসলামের ঘর থেকে আকস্মিক আগুন সূত্রপাত ঘটে। এ সময় খায়রুল ইসলামের স্ত্রী মোছা. বাবলী তাঁর ঘরে প্রথমে আগুন জ্বলতে দেথে আর্তচিৎকার করতে থাকেন। আর মুর্হুতের মধ্যে এ আগুনের লেলিহান শিখা বাড়ির অন্যান্য টিনসেপ পাকা ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে বাড়ির নয়টি পাকা টিনসেট ঘরের মধ্যে টাকা, মূল্যবান আসবাবপত্র, কাপড়চোপড়, টিভি, ফ্রিজ, সেলাইয়ের কাজে ব্যবহৃত ১২টি কোয়ালিটি সেলাইমেশিন, পাচঁটি উন্নত জাতের গাভী ও বাছুর, পাঁচটি ছাগলসহ সবকিছুই পুড়ে ছাঁই হয়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা শুধুমাত্র নিজেদের পরণের কাপড় ব্যতিত কোন কিছুই আগুনের কবল থেকে রক্ষা পারেনি। পরে খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই পরিবারগুলোর সব কিছুই ভস্মীভূত হয়েছে।
সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. খুরশীদ আলম জানান, আগুনের সঠিক কারণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি জানান, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূরণে কাজ চলছে।
এদিকে, আগুনের খবর পেয়ে রাতেই সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন, বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান জুন ও বোতলাগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক মো. আব্দুল হাফিজ হাপ্পু ঘটনাস্থলে ছুঁটে যান। এ সময় তাঁরা ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি