উদ্বোধনের অপেক্ষায় হাকিমপুর সরকারি মডেল মসজিদ
প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে দিনাজপুরের হাকিমপুরে সরকারি মডেল মসজিদ। মসজিদটি এখন উদ্বোধনের অপেক্ষায়।
স্থানীয়রা জানিয়েছেন, আগামি ১৭ এপ্রিল ২৬ রমজান শুভ উদ্বোধন হতে যাচ্ছে এই মডেল মসজিদটির। প্রায় ৮০০ থেকে ১০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন এই মসজিদে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উদ্বোধনকে ঘিরে মসজিদের শেষ মুহূর্তের কাজ নিয়ে ব্যস্ত সবাই। নামাজের জন্য দুই তলার কাজ ৯৫ ভাগ শেষ করেছেন ঠিকাদার প্রতিষ্ঠান। উদ্বোধনের আগেই এসব কাজ শেষ হবে। রং মিস্ত্রি, টাইলস মিস্ত্রি, কারেন্ট মিস্ত্রি ও গ্রিল মিস্ত্রিসহ সকল মিস্ত্রিরা রাতদিন কাজ করে যাচ্ছেন। সবার একটা উদ্দেশ্য উদ্বোধনের আগে শেষ করতে হবে সকল কাজ।
রংমিস্ত্রি, টাইলস মিস্ত্রিসহ কয়েকজন মিস্ত্রি জানালেন, ২৬ রমজান মসজিদের শুভ উদ্বোধন, তাই তাদের কাজের খুব চাপ। নির্দিষ্ট সময়ের মধ্যে সব কাজ শেষ করতে হবে।
ঠিকাদার প্রতিনিধি আব্দুল হাকিম বলেন, গণপূর্ত বিভাগ ২৬ রমজানে আমাদের কাছ থেকে এই মসজিদ বুঝে নিবেন। বর্তমান ৯৫ ভাগ কাজ শেষ করেছি, রং, টাইলস ও লাইটিংয়ের কাজ প্রায় শেষ। এই মসজিদের দুই তলায় এক সাথে ৮০০ মুসল্লি নামাজ পড়তে পারবেন। এছাড়াও সিঁড়ি দিয়ে একসাথে ১০০ মুসল্লি ওঠানামা করতে পারবেন।
দিনাজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, আগামি ১৭ এপ্রিল সরকারি মডেল মসজিদটির শুভ উদ্বোধন হতে যাচ্ছে। ইতোমধ্যে আমাদের সকল প্রস্তুতি প্রায় সম্পন্নের দিকে। আশা করছি বাকি কাজ সময়ের মধ্যে শেষ হবে।

হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ