আদমদীঘিতে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের মারপিট, আহত ৩
বগুড়ার আদমদীঘিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে অতর্কিত হামলায় রেজাউর ইসলামের ছেলে রুবেল হোসেন (২৬) ও অপরের পক্ষে আনোয়ার হোসেন ও মোস্তফা প্রাং নামের ৩ জন আহত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা কাশিমালা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
থানায় অভিযোগ সূত্রে জানা যায় যে, গতকাল বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে কাশিমালা গ্রামের রেজাউল ইসলাম বাড়ির সামনে জায়গার উপর দিয়ে ড্রেনের পানি দিয়ে রাস্তা নষ্ট হওয়ায় রেজাউল ইসলাম ছেলে কামরুল ইসলাম ও ছোট ভাই রুবেল হোসেন প্রতিবাদ করলে অপর পক্ষের ৫/৬ জন দলবদ্ধ হয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে রুবেল হোসেনকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারি ভাবে মারপিট করে। স্থানীয়রা আহত রুবেল হোসেনকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করায়। এদিকে অপর পক্ষেরও আনোয়ার হোসেন (৪০) ও মোস্তফা প্রাং (২৪) নামের দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে আদমদীঘি থানার ডিউটি অফিসার এসআই আলমগীর হোসেন এর সাথে কথা বললে তিনি জানায়, উক্ত ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে ঘটনাস্থল পরিদর্শন পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

অনলাইন ডেস্ক