আদমদীঘিতে গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার
বগুড়ার আদমদীঘিতে ৬০ গ্রাম গাঁজা সহ আব্দুল কুদ্দুস (৪১) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার দুপুরে মাদকদ্রব্য আইনে একটি মামলা দিয়ে তাকে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তার আব্দুল কুদ্দুস বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার পারশন পারঘাটা এলাকার মৃত মুনসের আলীর ছেলে।
আদমদীঘি থানার উপ পরিদর্শক আবু হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৩ টায় উপজেলার চাঁপাপুর ইউনিয়নের করইতলা
এলাকা থেকে তাকে মাদক সহ গ্রেপ্তার করা হয়। এ সময় তাকে তলাশি করে ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে মাদকদ্রব্য আইনে একটি মামলা দিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি