প্রতিভা ও সাধনা দ্বারা ভোক্তার সন্তুষ্টি করছে আকবরিয়া
প্রতিভা হল সাধনা, পরিশ্রম, অনুসন্ধিৎসা এবং প্রবল ইচ্ছা শক্তির সম্মিলনে অর্জিত সেই মানসিক ও শারীরিক শক্তি যা দ্বারা মানুষ দূরহ কাজ সাধন করতে পারে। প্রতিভা থেকে সৃজনশীলতার জন্ম হয়। প্রতিভা দ্বারাই জীবনের সফলতা অর্জন করা সম্ভব। চিন্তা ও মননের স্থিরতা জ্ঞানের অপ্রতুলতা উদ্দেশ্যের নির্দিষ্টতা এবং আকাংখা দূঢ়তা নিয়ে যে ব্যক্তি তার কর্ম ক্ষেত্রে সংগ্রাম করে যেতে পারেন তিনি একটি বিশেষ ক্ষেত্রে দক্ষতা ও সম্ভাবনাময় প্রবনতা লাভ করে। প্রতিভার মূলে বংশগত গুনাগুনকে প্রাধান্য দেয়া যেতে পারে। সাধনা ব্যতিত প্রতিভা সফল হয়ে উঠে না। সফলতার দিকে নিয়ে যেতে হলে চাই ত্যাগ, ধৈর্য্য ও নিরন্তর সাধনা। প্রতিভা ও সাধনা সমন্বয় ব্যক্তি হিসেবে মরহুম আলহাজ্ব আকবর আলী মিঞা শতাব্দীর স্বাক্ষর আকবরিয়াকে প্রতিষ্ঠানলগ্ন হতে দেশবাসীর নিকটে পরিচিতি ঘটিয়েছে ভালোমানের খাদ্য উৎপাদন ও বিপনন দ্বারা। বগুড়ায় উন্নতমানের লাচ্ছা তৈরিতে এ প্রতিষ্ঠানটি একক আধিপত্য বিস্তার করেছে। গোটা দেশবাসী আকবরিয়ার লাচ্ছা পেতে চায়। শুধু তাই নয় বগুড়ার আকবরিয়ার দই-মিষ্টি মিশে আছে ভোক্তাদের প্রানে প্রানে। ঈদকে ঘিরে আকবরিয়ার লাচ্ছা ও দই-মিষ্টি সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছে ভোক্তারা।
নারীর টানে রংপুরে ঈদ করতে যাবে ব্যাংক কর্মকর্তা রমজান হোসেন জানান, ঢাকা থেকে ফেরার পথে বগুড়ায় সংগ্রহ করতে হবে আকবরিয়ার লাচ্ছা ও দই-মিষ্টি। ছোটবেলা হতে অদ্যাবধি আকবরিয়ার পণ্যের প্রতি আলাদা টান রয়েছে।
আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলাল জানান, আধুনিক প্রযুক্তির যুগে মানুষের জীবন ও প্রযুক্তি নির্ভর সময়ের পরিবর্তন এসেছে। সেই সঙ্গে সোনার বাংলাদেশেও লেগেছে প্রযুক্তি নামের যাদুর কাঠির ছোঁয়া। বাস্তবতার আলোকে নানা কৌশল নির্ধারন ও তার প্রয়োগ শুরু করে দিয়েছি। প্রযুক্তির প্রয়োগে সারাবিশ্বের নিকট বর্তমানে বাংলাদেশও মডেল। প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান হিসেবে আকবরিয়া হয়েছে সমাদৃত। এ প্রতিষ্ঠানের অর্ধসহস্রাধিক পণ্য উৎপাদনে প্রযুক্তির ছোঁয়া লাগায় মানুষ ঝুঁকছে পণ্য কিনতে। সুস্বাদু নির্ভেজাল ও নিরাপদ খাদ্য ক্রয় করে স্বাচ্ছন্দে ফিরছে ঘরে। পরিবার পরিজনকে করছে চিন্তামুক্ত। এ প্রতিষ্ঠানটি বংশ পরম্পরায় প্রতিভা, শ্রম, সাধনা, ভালোমানের খাদ্য উৎপাদন ও বিপনন দ্বারা দেশে এবং দেশের বাহিরের মানুষের হৃদয়ের মনিকোঠায় স্থান করতে সক্ষম হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি