পোরশায় সর্বনিম্ন ফিতরা ৮৫টাকা পুন:নির্ধারণ
নওগাঁর পোরশায় এবছর সর্বনিম্ন ফিতরা ৮৫টাকা পুন:নির্ধারণ করা হয়েছে। আর সর্বোচ্চ ফিতরা ২৩০০টাকাই রয়েছে। বাজারে গমের দাম বেড়ে যাওয়ায় সর্বনিম্ন ফিতরা পুন:নির্ধরণ করতে হয়েছে।
বুধবার পোরশা আল-জামিয়া আল-আরাবিয়া দারুল হিদায়াহ (পোরশা বড় মাদ্রাসা) মাদ্রাসার মুফতী মাওলানা মো. মোস্তাফিজুর রহমান ও মুফতী মাওলানা মো. ফজলুল হক সাহেবের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ৩১মার্চ পোরশা আল-জামিয়া আল-আরাবিয়া দারুল হিদায়াহ (পোরশা বড় মাদ্রাসা) মাদ্রাসার মুফতী মাওলানা মো. মোস্তাফিজুর রহমান ও মুফতী মাওলানা মো. ফজলুল হক সাহেবের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল এবারের ফিতরা সর্বনিম্ন ৭৫টাকা ও সর্বোচ্চ ২৩০০টাকা।
বুধবারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতি কেজি ৪৩টাকা ৭৫পয়সা দরে, ১কেজি ৬৩৫ গ্রাম গমের মূল্য ৭১টাকা ৫৩পয়সা হওয়ায়, আদায়-বিতরণের সুবিধার্থে জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৭৫টাকা ও প্রতি কেজি ৬৯৫টাকা দরে, ৩কেজি ২৭০ গ্রাম পনির মূল্য ২২৭২টাকা ৬৫পয়সা হওয়ায়, আদায়-বিতরণের সুবিধার্থে জনপ্রতি সর্বোচ্চ ফিতরা ২৩০০টাকা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু এখন আবার নতুন করে গমের দাম বেড়ে যাওয়ায় ফিতরা পুন:নির্ধাণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতি কেজি ৫০টাকা দরে, ১কেজি ৬৩৫ গ্রাম গমের মূল্য ৮১টাকা ৭৫পয়সা হওয়ায়, আদায়-বিতরণের সুবিধার্থে জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৮৫টাকা পুন:নির্ধারণ করা হয়েছে। অপরদিকে প্রতি কেজি ৬৯৫টাকা দরে, ৩কেজি ২৭০ গ্রাম পনির মূল্য ২২৭২টাকা ৬৫পয়সা হওয়ায়, আদায়-বিতরণের সুবিধার্থে জনপ্রতি সর্বোচ্চ ফিতরা ২৩০০টাকাই রয়েছে।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :