পঞ্চগড়ে গমের বাম্পার ফলন, দ্বিগুন লাভের আশা কৃষকের
পঞ্চগড়ে এবার গমের বাম্পার ফলন হয়েছে। গম চাষে তেমন পরিচর্যার প্রয়োজন হয় না। তাছাড়া তুলনামূলক খরচ কম ও দাম ভালো পাওয়ায় হাসি ফুটেছে চাষীদের মুখে। কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, বিগত বছরের তুলনায় ফলন ভালো হওয়ায় এবার অধিক লাভের স্বপ্ন দেখছেন চাষিরা। হারভেস্টার মেশিন দিয়ে গম কাটা ও মারাইয়ে খরচ হচ্ছে অনেক কম।
পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ২১ হাজার ১৫৮ হেক্টর জমিতে গমের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আর আবাদ হয়েছে ২০ হাজার ২৪০ হেক্টর জমিতে। এর মধ্যে তেঁতুলিয়া উপজেলায় সবচেয়ে বেশি গম চাষ করা হয় । সেখানে ৬ হাজার ১০০ হেক্টর জমিতে গম চাষ করা হয়েছে । বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে প্রতি মণ গম ১৭০০ টাকা থেকে ১৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ব্যাংক হারি গ্রামের কৃষক নাজিবুল ইসলাম বলেন, গতবারের মতো এবারও দুই বিঘা জমিতে গম চাষ করেছি। এ বছর আবহাওয়া ভালো থাকায় গমের আবাদ ভালো হয়েছে। আশা করছি ভালো দাম পাব।
মাগুড়া ইউনিয়নের মাগুড়া প্রধান পাড়া গ্রামের গমচাষী ছলিমদ্দিন বলেন, এক বিঘা (৩৩ শতক) জমিতে গম চাষে খরচ হয়েছে ১১০০০ টাকা । উৎপাদন হয়েছে ১৮ মন গম। বিক্রি হয়েছে ২৭ হাজার ৯০০ টাকা। এতে আমার দিগুনের বেশি লাভ হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) শাহ আলম মিয়া বলেন, চলতি বছরে পঞ্চগড় জেলায় ২০ হাজার ২৪০ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। এখানে উন্নত জাত, আধুনিক প্রযুক্তি, অনুকূল আবহাওয়া এবং কৃষকদেরকে সঠিকভাবে পরামর্শ প্রদান করার ফলে গমের বাম্পার ফলন হয়েছে। বারি গম -৩০, ৩২ এবং ৩৩ এই তিনটি জাত সর্বাধুনিক জাত। এই জাত গুলোর ফলন অনেক ভালো এবং দ্রুত সম্প্রসারণ ঘটেছে। আশা করছি গমের আবাদ সামনের বছর আরো বাড়বে।

মোঃ হায়দার আলী, পঞ্চগড় প্রতিনিধি