চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
চাঁপাইনবাবগঞ্জে আট বছর আগের একটি হত্যা মামলার রায়ে ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার মর্দনা এলাকার তেতুলিয়া গ্রামের পানুর ছেলে ইসমাইল হোসেন (৪০), চকপাড়া গ্রামের শামসুলের ছেলে মোহাম্মদ শহীদ (৩৭), একই গ্রামের নান্টুর ছেলে তসিকুল ইসলাম (৩৩) ও ঘুনপাড়ার রবু মন্ডলের ছেলে মোহা. মুকুল (৩৮)।
অতিরিক্ত পিপি রবিউল ইসলাম জানান, ২০১৫ সালের ১৫ আগস্ট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আসামিরা রবিউল ইসলাম নামে এক যুবককে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান রবিউল। ওইদিন রাতে নিহতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০-৩০ জনকে আসামি করে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক মাসুদ রানা ১০ জনকে অভিযুক্ত করে ২০১৬ সালের ৩১ মার্চ অভিযোগপত্র দাখিল করেন আদালতে। দীর্ঘ সাক্ষ্য-প্রামাণ শেষে আদালত চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মামলার অপর আরও ৬জন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

অনলাইন ডেস্ক