শাজাহানপুরে দুস্থ নারীদের মধ্যে ভিজিডির চাল বিতরণ
বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপিনগর ইউনিয়নে দুস্থ নারীদের ৩০ কেজি করে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে চোপিনগর ইউনিয়ন চত্বরে প্রধান অতিথি হিসেবে ভিজিডি চাল বিতরণে উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি ভিপি এম সুলতান আহম্মেদ।
চোপিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান বাবলু সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাঝিড়া ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান,উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাহবুব আলম,ইউপি সচিব লিটন কুমার দত্ত,চোপিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজার রহমান,ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান সহ সকল ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ