সৈয়দপুরে কর্মী ও গ্রাহকের ১০ লাখ টাকা নিয়ে উধাও এক প্রতারক
নীলফামারীর সৈয়দপুরে ইন্সুরেন্স এবং ব্যাংকের ভূয়া শাখা অফিস খুলে কর্মী ও গ্রাহকের প্রায় ১০ লাখ টাকা নিয়ে উধাও হয়েছে শাহিনুর ইসলাম নামে এক প্রতারক। শহরের উপকন্ঠে শান্ত টাওয়ারে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স এবং গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেডের নামে দুইটি ভূয়া শাখা ওই প্রতারণা করা হয়েছে। আর এ ঘটনায় প্রতারণার শিকার এক মহিলা কর্মী তিনজনের নামে বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় অভিযুক্ত প্রতারক শাহিনুর ইসলামের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পুটিমারী গ্রামে। আর তাঁর সহযোগিরা হলেন গাইবান্ধার শহিদুজ্জামান শহিদ ও সৈয়দপুরের ধলাগাছ এলাকার মোসলেম উদ্দিন।
অভিযোগ উল্লেখ করা হয়, গত তিন মাস আগে শহরের উপকন্ঠে আসমতিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকার শান্ত টাওয়ারের তৃতীয়তলার একটি ফ্ল্যাট ভাড়ায় নেয় প্রতারক শাহিনুর ইসলাম। এরপর সেখানে বেস্ট লাইফ ইন্সুরেন্স ও গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেডের ভুয়া শাখা অফিসে লোকবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আর ওই প্রকাশিত চটকদার নিয়োগ বিজ্ঞপ্তি দেখে এলাকার বেকার ছেলে মেয়েরা নানা পদে আবেদন করেন। এদের মধ্যে ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার ও ফিন্যান্সিয়াল এসোসিয়েটসহ পিয়ন পদে ১৪ জনকে নিয়োগ দেয়া হয়। পরবর্তীতে নিয়োগ প্রাপ্তদের প্রতিষ্ঠান থেকে মোটা অঙ্কের বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধার প্রলোভন দেখানো হয়। এ সময় নিয়োগ দেয়া কর্মীদের কাছ থেকে পদ অনুযায়ী ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত জামানত হিসেবে নেয়া হয়েছে। কর্মীরা মাঠ পর্যায়ে গৃহ নির্মাণ, কৃষি খাত ও কুটির শিল্পের ওপর মোটা অংকের ঋণ দেওয়ার কথা বলে গ্রাহক সংগ্রহ করে। আর এসব গ্রাহকদের কাছ থেকে লাখ টাকা প্রতি ঋণের বিপরীতে পাঁচ হাজার টাকা করে জামানত হিসেবে নেয়া হয়।
অপরদিকে, ইন্স্যুরেন্সে পাঁচ বছর থেকে ১৫ বছর মেয়াদী বীমা খুলে গ্রামের অতি সহজ-সরল মানুষদের কাছ থেকেও পৃথক পৃথক অঙ্কের মাসিক প্রিমিয়াম সংগ্রহ করা হয়। এভাবেই ওই ভুয়া দুটি প্রতিষ্ঠানের নামে ১০ লাখ টাকা সংগ্রহ করে প্রতারক শাহিনুর ইসলাম আকস্মিকত উধাও হয়।
অভিযোগকারী আফসানা আফরিন দিপ্তি জানান, এজিএম হিসেবে পরিচয়দানকারী প্রতারক শাহিনুর ইসলামের কথা সরল মনে বিশ্বাস করে আমরা প্রতারিত হয়েছি। ওই প্রতারক নিয়োগ প্রদানের সময় কর্মীদের মধ্যে বিশ্বাস সৃষ্টির জন্য গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেডের রংপুর শাখায় আমাদের নামে পৃথক পৃথক হিসাব নম্বর খুলে একটি করে চেক বই প্রদান করেন। এতে কর্মীদের প্রতিষ্ঠানটির ওপর বিশ্বাস জন্মে। তিনি জানান, প্রতারক শাহিনুর ইসলামসহ তাঁর সহযোগীরা গাঢাকা দেয়ায় এখন আমরা ১৪জন কর্মীরা মারাত্মক বিপাকে পড়েছি। ব্যাংক ও ইন্সুরেন্সের গ্রাহকেরা জমাকৃত অর্থ ফেরতের জন্য আমাদের ওপর নানাভাবে চাপ সৃষ্টি করছে প্রতিনিয়ত। ফলে গ্রাহকদের চাপে আমাদের এখন বাড়িতে থাকাই অসম্ভব হয়ে পড়েছে।
বৃহস্পতিবার শান্ত টাওয়ারে সরেজমিনে গিয়ে দেখা যায়, টাওয়ারের তৃতীয়তলায় বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের নামে একটি সাইনবোর্ড ঝুলছে। কিন্তু অফিস ঘরটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। গত তিন দিন যাবত ওই দুটি অফিসের কোন লোকজন আসছেন না বলে জানান ওই টাওয়ারের নিরাপত্তায় নিয়োজিত নিরাপত্তা কর্মী মো. সাঈদ।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনা যথাযথ সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি