সৈয়দপুরে বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা পেলেন অসহায় দুস্থ আছাদুল ইসলাম
দেশের শীর্ষ স্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা পেয়েছেন নীলফামারীর সৈয়দপুরের প্রত্যন্ত পল্লীর এক অসহায় দুস্থ পরিবার। পরিবারটির গৃহকর্তা দিনমজুর মো. আছাদুল ইসলাম। তাঁর বাড়ি উপজেলার ৫ নম্বর খাতামধুপুর ইউনিয়নের খালিশা বেলপুকুর ব্রহ্মত্তর গ্রামে।
খোঁজ নিয়ে জানা গেছে, আছাদুল একজন অসহায় দুস্থ দিনমজুর। স্ত্রী মোছা. শাহিদা ও তিন মেয়ে সন্তান নিয়ে তাঁর পরিবার। প্রতিদিন দিনমজুরী করে যে আয় রোজগার হয় তা নিয়ে পাঁচ সদস্যের পরিবারের দুই বেলা খাবার জোটে না। তাছাড়া প্রত্যন্ত পল্লীতে প্রত্যেহ কাজও মেলে না। তিনি জানান, চৈত্র মাস শেষে আজ থেকে পহেলা বৈশাখ মাস শুরু। এখন গ্রামাঞ্চলে দিনমজুর শ্রেণির মানুষের হাতে নেই কোন রকম কাজ কর্ম। তাই প্রায় সময় কাজজর্ম না হওয়া আয় রোজগারের অভাবে পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটে পরিবারের সদস্যদের। এরই মধ্যে আবার পরব (ঈদ) এসেছেন। আর কয়েকটা দিন পরেই ঈদ-উল ফিতর। তাই সবার ছোট মেয়ে নুরী (৫) গত কয়েক দিন ধরে বায়না ধরেছেন ঈদের নতুন ফ্রক (জামা) কিনে দেবার। সংসারের অভাবে কারণে যেখানে প্রতিদিন পরিবারের সদস্যদের মুখে দুই বেলা খাবার তুলে দিতে পারছিনা, সেখানে আদরের ছোট মেয়েকে ঈদের পোষাক কোথা থেকে কিনে দেব। তবে এবার সৃষ্টিকর্তা সহায় হয়েছেন, আমার মতো অসহায় দুস্থ মানুষের দিকে মুখ চেয়ে দেখেছেন। এবারের ঈদের আগে আজ বসুন্ধরার খাদ্য সহায়তা পেলাম। তারা অনেক গুলা খাদ্য দিয়েছে। যে সব খাদ্যসামগ্রী দিয়েছে তা দিয়ে আমার পরিবারের সদস্যদের এক মাসের খাবার নিশ্চিত হয়েছে। খাদ্য সামগ্রী হাতে পেয়ে আছাদুলের স্ত্রী মোছা. শাহিদা জানান, এতোগুলো জিনিস এক সাথে মুই কোনো দিনোও চোখোত দেখো নাই। মুই আজ আল্লাহ্ দরবারে দুই হাত তুলি দোয়া করিম যে বসুন্ধরা আজ হামাক এতোগুলা খাবার জিনিস দেইল তাঁর মালিকোক যেন আল্লাহতায়াল্লা সুস্থ রাখেন এবং তিনি যেন অনেক দিন বাঁচি থাকেন।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় কালের কন্ঠের শুভ সংঘের সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম উপস্থিত থেকে আছাদুল ইসলামের হাতে খাদ্য সামগ্রীগুলো তুলে দেন। এ সময় কালের কন্ঠের নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু,আমেরিকা প্রবাসী শায়ক, শুভ সংঘের সদস্য তাসকিন তানিয়া, সাবা তাবাসুসম ত্রপা, রোমানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কালের কন্ঠ শুভ সংঘের সৈয়দপুর উপজেলা শাখার সহযোগিতা বসুন্ধরা গ্রুপের এক মাসের খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল ৫০ কেজি, আলু পাঁচ কেজি, পেঁয়াজ পাঁচ কেজি, আটা পাঁচ কেজি, ছোলা তিন কেজি, ডাল তিন কেজি, চিনি কেজি, সয়াবিন তেল তিন লিটার, লবন এক কেজি এবং সেমাই দুই প্যাকেট।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি