ঈদগা মাঠের খতিব, ইমাম ও মোয়াজ্জিনদের সাথে পঞ্চগড় পৌর পরিষদের যৌথ সভা
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদের নামাজ সুষ্ঠুভাবে আদায়ের লক্ষ্যে পঞ্চগড় পৌরসভার ১৯টি ঈদগা মাঠের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে পঞ্চগড় পৌর পরিষদের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পৌর মেয়র জাকিয়া খাতুনের সভাপতিত্বে পৌরসভার হল রুমে উক্ত যৌথ সভার আয়োজন করা হয়। উক্ত যৌথসভায় মেয়র বলেন, ইসলাম ধর্ম শান্তির ধর্ম । আমাদের শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা আমাদের উৎসব পালন করব এবং দেশের উন্নতি কামনা করব। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ১ নং প্যানেল মেয়র শফিকুল ইসলাম, ২নং প্যানেল মেয়র আশরাফুল আলম, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর হাসনাত মো. হামিদুর রহমান, পঞ্চগড় কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি আ.ন.ম. আব্দুল করিম, দক্ষিণ তেলিপাড়া জামে মসজিদের খতিব আইয়ুব আলী প্রমুখ। উক্ত আলোচনা সভায় পঞ্চগড় পৌরসভার সকল কাউন্সিলর ও ১৮টি ঈদগা মাঠের খতিব, ইমাম ও মুয়াজ্জিনরা উপস্থিত ছিলেন।

পঞ্চগড় প্রতিনিধি