বাফলার বিল’র ধান ক্ষেত নিয়ে সংঘর্ষ, আহত ১১
চেনা রূপে নেই পর্যটনে সম্ভাবনাময় কিশোরগঞ্জের ‘বাফলার বিল’ শিরোনামে একাধিক পত্রিকায় প্রকাশিত স্বচিত্র প্রতিবেদনটি নজরে পড়লে প্রশাসনের তরফ থেকে বিলটি রক্ষার উদ্দ্যোগ নেয়া হয়। কিন্তু বিলটিকে কেন্দ্র করে প্রচুর মামলা থাকায় প্রশাসন কচ্ছপ গতিতে কাজ শুরু করে এবং বিলটি রক্ষায় কাজ করছে। ওই এলাকার পরিস্থিতি দীর্ঘদিন স্বাভাবিক থাকলেও ধান কাটার সময় আসায় বর্তমানে পরিস্থিতি উত্তাপ্ত হয়ে উঠে। ফলে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইউএনও উভয়পক্ষকে ডেকে মৎস্যজীবিদের মাছ চাষ, আহরণ, বিপণের দিকে নজর দিতে বলে এবং যারা ধান চাষ করেছে তাদের কে ধান কেটে নিতে বলেন। কোনপক্ষেই কারও কাজে বাঁধা দিবে না বলে উভয় পক্ষ মতামত দেন। কে শোনে কার কথা। বাফলার বিল সংলগ্ন নতুন বাজারে উভয়পক্ষে তুচ্ছ ঘটনা নিয়ে বাঁধে তুমুল সংঘর্ষ। এতে অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতরা রংপুর মেডিকেল কলেজ ও কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে বলে জানান গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী ইউনিয়নের বাফলার বিলে ১০০১ দাগে ৪৩ একর ৩০ শতাংশ, ৭৮৫ দাগে ৬১ একর ৯৯ শতাংশ ও ৭৮৬ দাগে ১৭ একর ৩৮ শতাংশ মোট ১৩৯ একর ৪৩ শতাংশ জমি বাফলা বিল নামে পরিচিত বলে জানা গেছে। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন কৌশলে আবেদন করে সরকারের নিকট হতে ডিসিআর মূলে এ বিলের জমি বরাদ্দ নেয়। বিভিন্ন কৌশল করে ভূমিদস্যুরা এ বিলের জমি লিজ নিয়ে বিলটিকে মরা বিলে পরিণত করে। ফলে বিলের উপর নির্ভরশীল ওই এলাকার জেলে মৎস্যজীবিদের জীবন যাপনে নেমে আসে অন্ধকার। তারপরও তারা লিজ দেয়া জমি বাদে অবশিষ্ট ১৬ দশমিক ৭৬ একর জমির বিলটিকে টিকে রাখে এবং মৎস্য, জীববৈচিত্র টিকে রাখার আপ্রাণ চেষ্টা করে। শীতে অতিথি পাখির কলরব আর বাহারি মাছের সমারেহ ঐতিহ্যবাহী বিলটি টিকে থাকলেও ভূমিদস্যুরা আরও বেপরোয়া হয়ে উঠে। বিলের মাঝে এক প্রভাবশালী পুকুরের ঘের দিয়ে বিলটিকে প্রায় মেরে ফেলেছে। বিলটির মাঝে ঘের দিয়ে বিলটিকে দু’ভাগে বিভক্ত করে যেন গলা টিপে ধরেছে। ঘেরটি বিলটিকে দু’ভাগে বিভক্ত করায় ধীরে ধীরে বিলটি তার ঐতিহ্য হারাতে বসেছে।
অন্যদিকে বিলের উচু জমিতে লিজ নেয়া ব্যক্তি ও বিল সমিতির লোকজন ধান চাষ করে থাকে। কিন্তু ধান কাটা মাড়াইয়ের সময় উভয়পক্ষের পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা বাঁধে। ইতোমধ্যে ৪০-৫০ বার সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানান গেছে। এতে অনেকে অঙ্গ হানিও হয়েছে বলে জানা গেছে। আরও জানা গেছে-বহু পাল্টাপাল্টি মামলাও রয়েছে এ বিল নিয়ে। এখানে যে দু’টি পক্ষ রয়েছে, তাদেরকে স্থানীয়ভাবে বলা হয় পাঁচ গ্রুপ ও দশ গ্রুপ। দশ গ্রুপের নেতৃত্ব দেন চন্দ্র কিশোর দাস ও পাঁচ গ্রুপের নেতৃত্ব দেন আমজাদ হোসেন।
এ দু’ গ্রুপের পাল্টাপাল্টি অফিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী উভয়পক্ষকে ডেকে তাদের কথা শুনেন। তাদের কথা শুনে তিনি মৎস্য চাষী, জেলে পরিবার ও বিল সমিতির লোকজনকে মাছ চাষ, আহরণ, বিপণের দিকে নজর দিতে বলেন এবং যারা ধান চাষ করেছে তাদের কে ধান কেটে নেয়ার পরামর্শ দেন। উভয়পক্ষকে মিলেমিশে স্বাভাবিকভাবে কাজ করার তাগিদ দেন। তিনি আরও বলেন- বিলের জমি আজ হোক কাল হোক বিল ফিরে পাবে। বিলটি তার চেনারুপে ফিরবে সে প্রত্যাশা আমাদের। দীর্ঘদিনের জটিলতা, তাই সমাধানে দীর্ঘ সময়ও লাগবে। এসময় উভয়পক্ষ তার কথা মেনে নিয়ে চলে যায়।
কিন্তু বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় উভয়পক্ষ তুুমল সংঘর্ষ বাঁধে। এতে প্রায় ১১ জন আহত হয়েছেন। আহতরা হল বাফলা এলাকার ছকমল হোসেনের পুত্র আতাউর রহমান (৪৫), মংলু মামুদের পুত্র মোফাজ্জল (৪৫), আঃ মালেক (৩৫), ফজি মামুদের পুত্র আইনুল (৩৪), লতিফ চন্দ্রের পুত্র বিপুল চন্দ্র (৩০), ভরত চন্দ্রের স্ত্রী মিনি বালা ((৩৪), রশি কান্ত’র পুত্র রতন চন্দ্র (১৮), নয়ন চন্দ্রের পুত্র গনেশ চন্দ্র (৪২), মৃত মফেল উদ্দিনের পুত্র আঃ মান্নান (৪৪), হাবিব (৩০) ও আঃ মান্নানের পুত্র অপু (২০)। এদের মধ্যে অন্তত ৩ জন কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। অন্যদিকে রংপুর মেডিকেল কলেজে ভর্তি রয়েছে অন্তত ৫ জন। বাকীরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছে বলে এলাকাবাসী জানিয়েছেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে ওসি রাজীব কুমার রায় এ প্রতিবেদককে জানিয়েছেন। তবে পাঁচ গ্রুপের দাবী তারা বাজারে যাচ্ছে এসময় দশ গ্রুপের লোকজন ভুট্টা খেত থেকে বের হয়ে তাদের উপর হামলা চালায়। অপর দিকে দশ গ্রুপের দাবী তারা বাফলা নতুন বাজার হাফিজিয়া মাদ্রাসায় ইফতারের আয়োজন করছিল এসময় পাঁচগ্রুপের লোকজন অতর্কিত হামলা চালায়। এর ফলে এ সংঘর্ষ বাঁধে।
অন্যদিকে এ বিলটিকে রক্ষায় উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিস যৌথভাবে কাজ করছে। সম্প্রতি বিলটিকে চেনা রুপে ফেরাতে বিলটি মাফযোগের কাজ করেছে উপজেলা ভূমি অফিস। তাদেরকে নোটিশ দিয়ে কাগজপত্র যাচাইও করা হচ্ছে। এ বিলকে ঘিরে যে মামলাগুলো রয়েছে তা নিস্পত্তি’র উদ্দ্যোগও নিয়েছে উপজেলা প্রশাসন।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় সংঘর্ষের ঘটনা স্বীকার করে বলেন- খবর পাওয়া মাত্রই ফোর্স পাঠানো হয়েছে। কোন পক্ষেই এখনও অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জানান- উভয়পক্ষকে আমি ডেকে শান্ত থাকার পরামর্শ দিয়েছি, থাকতে বলেছি শান্ত। এটি দীর্ঘদিনের জটিলতা, সমাধানেও সময় লাগবে দীর্ঘ। বিলটির জমি উদ্ধারে আমরা কাজ করছি। বিলটির জমি উদ্ধার হলে চারদিকে কংক্রিটের ছাতার নিচে বসার ব্যবস্থা, বিলের পাড়ে সিড়ি, নৌকায় চলাচলের ব্যবস্থা করলে অনেকেই এখানে ঘুরতে আসবেন। বিলটি যেহেতু লম্বা এ বিলে প্রতিবছর নৌকা বাইচের আয়োজন করলে সেটিও বিনোদনের খোরাক হতে পারে। বিনোদন প্রিয় মানুষকে সুবিধা দিতে পারলে এ বিলটি পর্যটন কেন্দ্রে রূপ নেবে নিশ্চিত।

কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি