আদমদীঘিতে বড় গাড়ির ধাক্কাই চার্জার ভ্যান চালকের মৃত্যু
বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় একটি ব্যাটারী চালিত চার্জার ভ্যান চালকের মৃত্যু হয়েছে। নিহত ওমর আলী মন্ডল(৬৩)উপজেলার নশরতপুর ইউনিয়নের ডুমোরি গ্রামের মোসলেম উদ্দিন মন্ডলের ছেলে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের জয় ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।
ওমর আলীর ছেলে মাসুদ বলেন, শুক্রবার সন্ধ্যার পর ইফতার শেষ করে চার্জার ভ্যান নিয়ে ভাড়া মারার জন্য বাড়ি থেকে মুরইল বাজারে আসেন ওমর আলী মন্ডল ভাড়া না হওয়ায় বাড়ি ফিরে যাচ্ছিলেন। এসময় বিসমিল্লাহ নার্সারি সংলগ্ন এলাকায় এলাকায় পৌঁছাতে অজ্ঞাত এক ভারী মোটরযানের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: