পার্বতীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ পালিত
দিনাজপুরের পার্বতীপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ ১৪৩০ পালিত হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) পার্বতীপুর উপজেলা প্রশাসন নববর্ষ পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১ টায় জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং বিদ্যালয় চত্ত্বরে এসে শেষ হয়।
পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল, সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে রুকশানা বারী রুকু ও মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ