জুয়া খেলায় ইউপি সদস্যসহ ৫ জন শ্রীঘরে
জুয়া খেলতে গিয়ে শ্রীঘরে গেলেন এক ইউপি সদস্য। শুক্রবার গভীর রাতে জুয়ার আসর থেকে ওই ইউপি সদস্যসহ পাঁচ জুয়ারিকে গ্ৰেফতার করে পুলিশ। ঘটনাটি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্ৰাম ইউনিয়নে।
কিশোরগঞ্জ থানার একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদে জানতে পারে রনচন্ডি ইউনিয়নের বদি মাঝাপাড়াস্থ একটি বাঁশঝাড়ে তাস খেলছে কতিপয় ব্যক্তি। এখবর পেয়ে পুলিশ ওই বাঁশঝাড় ঘিরে ফেলে গাড়াগ্ৰাম ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: জাকারুল ইসলামসহ ৫ জুয়ারিকে আটক করে। অন্যরা হলেন রণচন্ডী বদি মাঝাপাড়ার মৃত আকবার হোসেনের পুত্র মো:আরকান (৩৫), একই গ্ৰামের ইয়াসিন আলীর পুত্র মো: বাবু মিয়া (২৭), একই গ্ৰামের হুজুর আলীর পুত্র মো:মাহবুবুল ইসলাম(২৮) ও গঙ্গাচড়া উপজেলার মোহনা গ্ৰামের মৃত আফজাল হোসেনের পুত্র মোঃ একরামুল হক(৫২)। এসময় তাদের কাছ থেকে নগদ অর্থ, জুয়া খেলার সরঞ্জাম, ৩টি বাটন মোবাইল ফোন ও প্লাস্টিকের তৈরি ২টি পাটি উদ্ধার করা হয়।
কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় জানান, আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। ওই ইউপি সদস্যসহ অন্য জুয়ারিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি