ইফতার ও খাদ্যসামগ্রী নিয়ে অসহায়দের দ্বারে দ্বারে ‘তারুণ্য শক্তি’
অসহায় রোজাদার মানুষের দ্বারে দ্বারে খাদ্য সামগ্রী ও ইফতার হাতে নিয়ে ঘুরছেন দিনাজপুরের হিলি ‘তারুণ্য শক্তি’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। অসহায় হতদরিদ্র রোজাদারদের খাদ্য সামগ্রী ও ইফতারি জোগান দিয়ে আসছে এই ১০৭ সদস্যের সংগঠনটি।
হিলির এই সংগঠনটি মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে কাজ করেছিলো এই সংগঠনটি। রমজানের শুরু থেকে বিভিন্ন গ্রাম শহর ঘুরে তারা অসহায় হতদরিদ্র মানুষকে খুঁজে এসব খাবার দিয়ে আসছে এই তারুণ্য শক্তি।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে হিলির হারিহরপুর গ্রাম ঘুরে ১৫ জন অসহায় হতদরিদ্র পরিবার খুঁজে বেড় করে এসব খাদ্য সামগ্রী তাদের হাতে পৌঁছে দিয়েছেন সংগঠনের সদস্যরা। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি বুট, ১ কেজি মসুর ডাল, ১ লিটার সোয়াবিন তেল, ১ কেজি চিনি ও শরবতের টেং।
সংগঠনের উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা করোনার প্রথম থেকে কাজ করে আসছি। করোনা সম্পর্কে আমরা প্রচার কাজ করছি। বর্তমান অনেক গরীব মানুষ ঠিকমতো কাজ করতে পারেন না। এইসব অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী ও ইফতার দিয়ে আসছি। প্রথম রোজা থেকে আমরা হিলির বিভিন্ন এলাকার ঘরে খাদ্য সামগ্রী ও ইফতার পৌঁছে দিয়ে আসছি। দ্বিতীয় দিনে মহিলা কলেজপাড়া, তৃতীয় দিনে হিলি শহরের মাঠপাড়া। এভাবে আমরা রমজান মাসে পুরো উপজেলায় গরীব অসহায় মানুষের মধ্যে ইফতার পৌঁছে আসছি।
প্রচার সম্পাদক আব্দুর রহিম মিথুন বলেন, আমরা তারুণ্য শক্তি সংগঠনের সকল সদস্যরা মানব সেবায় নিয়োজিত। করোনাকালীন আমরা জীবনকে বাজি রেখে মানুষের সেবা করেছি। আজও আমরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের সংগঠন মানব সেবায় নিয়োজিত।
এবিষয়ে হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, ‘হিলির তারুণ্য শক্তি স্বেচ্ছাসেবী সংগঠন একটি সময়োপযোগী সংগঠন। মহামারি করোনা প্রতিরোধে হিলিবাসীর জন্য অনেক অবদান রেখেছেন তারা। তারুণ্য শক্তিকে আমি সাধুবাদ জানাই। তাদের মতো যদি সবাই নিজ নিজ স্থান থেকে সহযোগিতা করেন, তাহলে কারো কোনো অভাব হবে না।
তিনি আরও বলেন, ‘তারুণ্য শক্তি স্বেচ্ছাসেবী সংগঠনটি এর আগেও অনেক মানুষের কল্যাণে কাজ করে আসছে, বর্তমানেও করছে। আমি তাদের পাশে আছি এবং থাকবো

হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ