শাজাহানপুরে ডিজিটাল স্কেল ব্যবহার না করায় জরিমানা
হাতে বা সনাতন পদ্ধতির ওজনে কারচুপির সুযোগ থেকে যায়।বগুড়ার শাজাহানপুর উপজেলার সকল মৎস্য আড়তে ডিজিটাল স্কেল শতভাগ ব্যবহারে মাঠপর্যায়ে কাজ করছে উপজেলা মৎস্য দপ্তর।
শনিবার (১৫ এপ্রিল) সাবরুল ও আড়িয়া বাজার আড়তে মোবাইল কোর্ট পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) শানজিদা মুস্তারী ভোক্তা অধিকার আইনে তাদের জরিমানা করেন।
অভিযান চালিয়ে ডিজিটাল স্কেল ব্যবহার না করায় দু’টি আড়তে ৬জন আড়তদারকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার (ভূমি) শানজিদা মুস্তারী জানান, উপজেলার মৎস্য আড়তে ভোক্তা অধিকার আইন -২০০৯ অমান্য করে ডিজিটাল স্কেল ব্যবহার না করায় তাদের জরিমানা করা হয়।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদ হাসান সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত।
উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান জানান,উপজেলার সকল মৎস্য আড়তে ডিজিটাল স্কেল শতভাগ ব্যবহার নিশ্চিতে মৎস্য দপ্তর এই অভিযান অব্যহত রাখবে।সাবরুল ও আড়িয়া বাজারে আড়ত দুটির সকল আড়তদার আগামীকাল থেকে ডিজিটাল স্কেল ব্যবহার করবেন মর্মে এসময় অঙ্গীকার করেছেন।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ