নীলফামারীর কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন করা হয়েছে। আজ শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে এ সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কিশোরগঞ্জ উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক রশিদুল ইসলাম বাবু’র সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়। সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম আবুল। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম ইসহাক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট মোহাম্মদ আফরোজ হোসেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নীলফামারী জেলা কমিটির সভাপতি কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক দিপক চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কিশোরগঞ্জ উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আসাদুজ্জামান চিলু। পরে উপস্থিত সকলকে ইফতার সামগ্রী দেয়া হয়।

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি