‘আমাদের প্রিয় সৈয়দপুর’র উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুরা পেল নতুন পোষাক
নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ এর উদ্যোগে শতাধিক সুবিধাবঞ্চিত অসহায় শিশুরা পেল ঈদের নতুন পোষাক ও ঈদ পড়বি (সালামী)।
শনিবার (১৫ এপ্রিল) সকালে সংগঠনটির উদ্যোগে শহরের গোলাহাট রাজ্জাকিয়া গফুরিয়া মাদ্রাসা মাঠে ওই ঈদ উপহার প্রদান করা হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ওয়াকার আনসারী উপস্থিত থেকে অসহায় সুবিধাবঞ্চিত শিশুদের প্রত্যেকের হাতে নতুন পোষাক ও ঈদ পড়বি টাকা তুলে দেন। এ সময় অন্যান্যদের মধ্যে এসরার আনসারী, নওশাদ আনসারী, সামিউল আলিম, শাহবাজ, রাজা, জয়, আয়ান, সামির, মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।
সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা ওয়াকার আনসারী বলেন,বর্তমানে আমাদের আশেপাশে অনেক এতিম সন্তান রয়েছে। এদের মধ্যে কারো বাবা নেই, কারো আবার মা নেই। অনেকে আছে শারীরিক প্রতিবন্ধী। যাদের অনেকেরই বেড়ে উঠা ঝুঁপড়ি ঘরে। অভাব-অনটনের মধ্যে মানবেতর জীবনযাপনে অভ্যস্ত এ সব শিশুদের ঈদের আনন্দ উপভোগ করা তো দূরের কথা, তিনবেলা পেট ভরে খাবারই জোটে না। তাই ঈদের আনন্দ তাদের কাছে অনেকটাই ম্লান। আর তাই প্রতিবছরের মতো এবারও এসব অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ এর এ ক্ষুদ্র উদ্যোগ। উপহার হিসেবে সামান্য হলেও শিশুদের মুখের হাসি আর ওদের প্রাপ্তির আনন্দই আমাদের স্বার্থকতা বলে জানান তিনি।
এলাকার অসহায় শিশু নিগার (১০) হাতে ঈদের নতুন জামা ও পরবির নতুন টাকা পেয়ে উচ্ছ্বাসিত। সে জানায়, তার বাবা নেই। মা অন্যের বাসায় ঝিয়ের কাজ করেন। মায়ের পক্ষে ঈদের নতুন পোষাক কিনে দেয়া দুষ্কর। তাই ঈদে নতুন পোষাক ও পরবির টাকা পেয়ে খুবই আনন্দিত। নয় বছরের রাহেন। বাবা মারা গেছে দুয়েক বছর আগে। দিনমজুর মায়ের পক্ষে ঈদের নতুন জামা কিনে দেয়াতে ছিল শঙ্কা। অনেক দিন ধরে তার নতুন কোন জামা নেই। এবার নতুন জামা ও সেলামী পেয়ে আনন্দের শেষ ছিল না তাঁর। কয়েকদিন পরেই ঈদ। এখনো শিশু সাব্বিরের জন্য নতুন কোনো জামা কিনতে পারেনি বাবা। সংঠনের পক্ষে নতুন পোষাক পেয়ে তার খুবই খুশি তারা। এখন ঈদ তাদের ভালই কাটবে বলে জানায় তারা।
নিগার ও রাহেনের মতো অসহায় শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের হাতে ঈদের নতুন জামা আর ঈদের সেলামী উপহার দিয়েছে নীলফামারীর সৈয়দপুরের স্বেচ্ছাসেবী এই সংগঠনটি।
সংগঠন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার ঈদে তিন পর্যায়ে অসহায় সুবিধা বঞ্চিত শিশু ও মানুষের মাঝে ঈদের নতুন জামা কাপড় উপহার বিতরণ করা হচ্ছে। প্রথম পর্যায়ে গতকাল শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের নতুন জামা ও ঈদ সালামী বিতরণ করা হয়। ঈদের দুই দিন আগে শতাধিক নারী-পুরুষদের শাড়ি, লুঙ্গি, থ্রিপিস পাঞ্জাবি দেয়া হবে।
উল্লেখ্য, গত ২০১৪ সাল থেকে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে আসছে আমাদের প্রিয় সৈয়দপুর নামে স্বেচ্ছাসেবী সংগঠনটি। বছর বছর বাড়ছে সংগঠনের সেবামূলক কার্যক্রমের এর পরিধি। সংগঠনের সদস্য ও সুহৃদদের আর্থিক সহযোগিতায় অসহায় শিশুদের নিয়ে কাজ করে আসছেন তারা।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি