পার্বতীপুরে গৃহবধূ মুন্নি আকতারের রহস্যজনক মৃত্যু
দিনাজপুরের পার্বতীপুরে দুই সন্তানের জননী গৃহবধূ মুন্নি আক্তারের রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের জাহানাবাদ বাজারপাড়া গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী মুন্নী আকতার (৩০) কে রবিবার (১৬ এপ্রিল) দুপুর ১২ টার দিকে তার ঘরের জানালা ভেঙ্গে মুন্নি আক্তার এর লাশ ঘর থেকে তার স্বামী ও প্রতিবেশীরা উদ্ধার করে।
এরপর মুন্নির বাবা পার্বতীপুর উপজেলার দোয়ানিয়া পন্ডিত পাড়া গ্রামের বাসিন্দা মামুনুর ইসলাম কে খবর দেয়া হয়। খবর পেয়ে প্রায় ঘন্টা খানেকের মধ্যে মুন্নির বাবা ও পরিবারের লোকজন ছুটে এসে তাদের মেয়েকে মৃত অবস্থায় বারান্দায় শুয়ে থাকতে দেখেন। এদিকে ঘটনাস্থলে এসে মুন্নির বড় আব্বা ও তার পরিবারের লোকজনের দাবি মুন্নি আত্মহত্যা করতে পারেনা তাকে মেরে ফেলা হয়েছে। বিষয়টি স্হানীয় মডেল থানায় জানানো হলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠায়।
পার্বতীপুর মডেল থানার এসআই মোঃ জসিম উদ্দিন জানান,মৃত্যুর আসল কারণ জানা যায়নি। এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর-১৪, তারিখ-১৬.৪.২০২৩)। ময়না তদন্তের জন্য মৃত দেহ দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মুন্নির বাবার বাড়ির পরিবার থানায় কোন রকম মামলা দায়ের করেননি।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ