পার্বতীপুরে ঋণ বিতরণ
দিনাজপুরের পার্বতীপুরে সমাজসেবা অধিদপ্তরের ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের আওতায় ভিক্ষুক পুনর্বাসন, গরু বিতরণ পল্লী সমাজ সেবা কার্যক্রম (আর এম সি) এর ঋণ, ঐচ্ছিক তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার ( ১৬ এপ্রিল) সকালে পার্বতীপুর উপজেলা মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এই ঋণ বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি-দিনাজপুর-৫। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ উপজেলা শাখা,পার্বতীপুর, দিনাজপুর ও চেয়ারম্যান উপজেলা পরিষদ পার্বতীপুর,দিনাজপুর ও মোঃ আমজাদ হোসেন মেয়র পার্বতীপুর পৌরসভা ও সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ উপজেলা শাখা পার্বতীপুর, দিনাজপুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ ইসমাঈল পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার।
পার্বতীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এটি বাস্তবায়ন করেন উপজেলা সমাজসেবা কার্যালয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তাপস রায় উপজেলা সমাজসেবা অফিসার পার্বতীপুর,দিনাজপুর।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ