পঞ্চগড়ে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ
২০২২ ২৩ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়। সেই কর্মসূচীর অংশ হিসেবে গত শনিবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের ১৮৪০ জন উপকার ভোগির মাঝে ১০ কেজি হারে ১৮.৪০০মেট্রিক টন চাল বিতরণ করা হয়। এ্ন বিষয়ে মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষ হইতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারা বাংলাদেশে ১০ কেজি হারে ভিজিএফ চাল বিতরন করা হয়। আমাদের ইউনিয়নে সুষ্ঠভাবে ভিজিএফ চাল বিতরন করা হয়। ইউনিয়ন পরিষদের পক্ষ হইতে মাগুড়া ইউনিয়নে উপকার ভোগীদের ও সকল জনগণকে ঈদ শুভেচ্ছা জানাচ্ছি।

পঞ্চগড় প্রতিনিধি