আদমদীঘিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
বগুড়ার আদমদীঘিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৭এপ্রিল) দিবসটি পালনে উপজেলা হলরুমে বেলা ১২টায় এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু,সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল,থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম,উপজেলা আ’লীগের সহ-ষবাপতি আবু রেজা খান,নাজিমুল হুদা খন্দকার,ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান,পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মিহির কুমার সরকার,অধ্যক্ষ আব্দুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ প্রমুখ। এছাড়াও দিবসটি পালন কল্পে সকালে আদমদীঘিস্থ আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে জাতীয়,দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিত্বে মাল্যদান এবং বাদ জোহর মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি