সাড়ে তিন বছরেও শেষ হয়নি রাস্তার কাজ
সাড়ে তিন বছরেও একটি রাস্তার ৬৭১ মিটার কাজ শেষ করেনি। এমনকি একই প্যাকেজের অপর রাস্তাটির ৫৭৮ মিটার কাজ শুরুই করা হয়নি। অদৃশ্য কারণে রাস্তা দু’টির কাজ সাড়ে তিন বছরে সম্পন্ন করা না হলেও ঠিকাদার প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্তিতে নেয়নি উপজেলা প্রকৌশলী। সরকার যখন গ্রামকে শহরে রুপান্তরে কাজ করে যাচ্ছে, দেশের উন্নয়নে রোল মডেলসহ আমূল পরিবর্তন করছে। ঠিক তখনেই ভিন্ন চিত্র ফুটে উঠেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায়।
উপজেলা প্রকৌশলীর (এলজিইডির) কার্যালয় সূত্র জানায়- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ব্রীজ থেকে বাহাগিলী রাস্তার ৬৭১ মিটার ও প্রেট্রোল পাম্প মোড় হতে ভিন্নজগৎ যাওয়া রাস্তার ৫৭৮ মিটার রাস্তা নিয়ে একটি প্যাকেজ করা হয়। প্যাকেজটির প্রাক্কলিত মূল্য ১ কোটি ৪ লক্ষ ৩৫ হাজার ৪৭৩ টাকা। ঠিকাদারের সাথে চুক্তি মূল্য হয় ৯২ লক্ষ ৮৩ হাজার ৭৩৮ টাকা ২৮৭ পয়সা। প্যাকেজের কাজটি পায় নীলফামারীর শাহ্ মোঃ আনোয়ার হোসেনের ঠিকাদারী প্রতিষ্ঠান। উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের ১৮৪৩ স্মারকে ২০১৯ সালের ২ ডিসেম্বর ঠিকাদার প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়া হয়। সেখানে ২০১৯ সালের ৮ ডিসেম্বর কাজ শুরুর তারিখ ও কাজ সমাপ্তের তারিখ রয়েছে ২০২০ সালের ৭ ডিসেম্বর উল্লেখ রয়েছে। কিন্তু কাজ শুরুর তারিখ থেকে প্রায় সাড়ে তিন বছর অতিবাহিত হলেও প্যাকেজটির কাজ শেষ করা হয়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ব্রীজ হতে বাহাগিলী রাস্তার ৬৭১ মিটার কাজ শুরু করা হলেও প্যাকেজের অপর কাজটিতে হাতেই দেয়নি দীর্ঘ সাড়ে তিন বছরে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে- প্যাকেজের বাহাগিলী রাস্তায় খোয়া ফেলানো রয়েছে। এ রাস্তা দিয়ে পথচারীরা চলাচল করতে করতে খোয়ার অবস্থা খারাপ হয়েছে। এ রাস্তাটি দিয়ে সাধারণ পথচারীসহ পরিবহন চলাচল কষ্টকর হয়ে উঠেছে। আবার কোথাও কোথাও রাস্তাটির কাজ শেষ হওয়ার আগেই সাইট ভেঙ্গে পড়েছে। বড় গর্ত দেখা গেছে।
ক’জন পথচারীর সাথে কথা হলে তারা বলেন- রাস্তার কাজ কবে শুরু হয়েছে, এখনও শেষ হয়নি। সেই যে খোয়া ফেলে আমাদের কষ্ট করে দিয়ে গেছে। আমাদের চলাচলে দূর্ভোগ পোহাতে হচ্ছে। আবার অনেকে বলেন- অফিসার ও ঠিকাদাররা চায় না মনে হয় এ রাস্তাটি হোক। না হলে রাস্তাটি এতদিন থেকে এরকম পড়ে আছে তা শেষ করার উদ্যোগ নিচ্ছে না কেন? আবার অনেককেই বলতে শোনা গেছে- এটাই কিশোরগঞ্জের উন্নয়ন?
অন্যদিকে একই প্যাকেজের পেট্রোল পাম্প থেকে ভিন্নজগৎ রোডের অপর রাস্তাটি গিয়ে দেখা গেছে এ রাস্তাটির কাজেই শুরু করেনি ঠিকাদার প্রতিষ্ঠান। যেমন পিচের ভাঙ্গা চূড়া রাস্তা ছিল, তেমনই আছে।
সরকার গ্রামকে শহরে রুপান্তরিত করার জন্য গ্রামীণ সড়ক গুলো উন্নত্বকরণ ও সংস্কারে কাজ করছে। এ রাস্তা দু’টির কাজ সাড়ে তিন বছরেও শেষ না হওয়ায় কাজটি সমাপ্তকরণে দেখা দিয়েছে শংকা। অন্যদিকে কিশোরগঞ্জের উন্নয়নে হচ্ছে বাঁধাগ্রস্থ এমনটিই ভাবছে সচেতন মহল।
এ ব্যাপারে ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক শাহ্ মোঃ আনোয়ার হোসেনের সাথে তার মুঠোফোন (০১৭১২-১৯৪৮৫৭) নম্বরে কয়েক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান এ প্রতিবেদককে জানান- রাস্তার দু’টির কাজ দ্রুত শেষ করার কথা বলা হয়েছে। তিনি করে দিবেন বলে বার বার বললেও কাজ করছেন না। ওই ঠিকাদার প্রতিষ্ঠানকে কয়েক বার তাগিদ পত্রও দেয়া হয়েছে। ওই ঠিকাদার প্রতিষ্ঠানকে বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগ দেয়া হচ্ছে না কেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন- কার্যাদেশ বাতিলে ওই ঠিকাদার প্রতিষ্ঠানকে চিঠি দেয়া হয়েছে। তবে উপজেলা প্রকৌশলী বক্তব্যের সময় বার বার বলেন- ঠিকাদারের সাথে কথা হয়েছে, তিনি সুযোগ করে কাজটি শেষ করে দিবেন।
উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকীর সাথে কথা হলে তিনি জানান- বাহাগিলীর রাস্তাটি দীর্ঘদিনে সম্পন্ন না করায় ওই ঠিকাদার প্রতিষ্ঠানকে কালো তালিকায় নেয়ার নির্দেশ দেয়া হয়েছে উপজেলা প্রকৌশলীকে। কেন তা তিনি করছেন না আমার জানা নেই। কাজটি দ্রুত সম্পন্ন করার প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।#

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি