পঞ্চগড়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের হিসেবে ৫০০ শাড়ি বিতরণ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে ৫০০ শাড়ি বিতরণ করা হয়।
রোববার বিকালে পৌর মেয়র জাকিয়া খাতুনের নতুন বস্তি রাজনগড়ের নিজ বাসভবনে বয়স্ক, স্বামী পরিত্যক্তা ও বিধবা মহিলাদের মাঝে ঈদ উপহার হিসেবে এসব শাড়ি বিতরণ করা হয়। মেয়র বলেন, আমাদের পঞ্চগড়ের মানুষ অনেক অসহায় । এই অসহায়দের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ হতে পঞ্চগড়ের অসহায় মানুষ যেন ঈদ সুন্দরভাবে উদযাপন করতে পারে, সে জন্যই আমার এই প্রয়াস। তাদেরকে কিছু শাড়ি দিয়ে একটু সহযোগিতা করা।

পঞ্চগড় প্রতিনিধি