বগুড়ায় গ্রাম-বাংলা সাংস্কৃতিক গোষ্ঠীর ইফতার মাহফিল
পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়ায় গ্রাম-বাংলা সাংস্কৃতিক গোষ্ঠীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে শহরের কলোনী সংগঠন কার্যালয়ে গ্রাম-বাংলা সাংস্কৃতিক গোষ্ঠী এ অনুষ্ঠানের আয়োজন করে।
সংগঠনের পরিচালক আমিনুল হক আরজুর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বগুড়া ইয়্যূত কয়্যারের সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ-সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, নন্দন শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা খলিলুর রহমান চৌধুরী, বগুড়া পদাতিক এর সাধারণ সম্পাদক মাহবুবর রহমান মানিক, নন্দন শিল্পী গোষ্ঠীর সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক রনজু ইসলাম, নৃত্যছন্দম আটর্স একাডেমির পরিচালক ফারুক হোসেন, নন্দন শিল্পী গোষ্ঠীর সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, গ্রাম-বাংলা সাংস্কৃতিক গোষ্ঠীর সহপরিচালক মামুনুর রশিদ মামুন, নন্দন শিল্পী গোষ্ঠীর কার্যনির্বাহী সদস্য হাসান, নূরুল ইসলাম নুরু, সদস্য রিজন, সাজ্জুদুল ইসলাম তিলকসহ প্রমুখ।
ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি