সৈয়দপুরে পাঁচ হাজার অসহায় দুস্থ মানুষের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ
নীলফামারীর সৈয়দপুরে ইকু গ্রুপের উদ্যোগে ঈদের উপহার হিসেবে পাঁচ হাজার অসহায় দুস্থ মানুষের মাঝে শাড়ি- লুঙ্গি বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) বেলা দুইটায় উপজেলার বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে ওই শাড়ি -লুঙ্গি বিতরণ করা হয়।
ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. সিদ্দিকুল আলম সিদ্দিক উপস্থিত থেকে অসহায় দুস্থদের হাতে ওই শাড়ি লুঙ্গি তুলে দেন।
এ সময় ইকু গ্রুপের পরিচালক মো. ইরফান আলম ইকু, শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিকের জামাতা সাজেদুল ইসলাম সাজু, জাপা (এ) কেন্দ্রীয় কমিটির সদস্য মো. রাকিব খান, স্বেচ্ছাসেবক পার্টি সৈয়দপুর উপজেলা শাখার আহবায়ক শফিউল আলম সুজনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. সিদ্দিকুল আলম সিদ্দিক জানান, তাঁর বাবা ছিলেন মরহুম আলহাজ্ব কুতুব-উল আলম। তাঁর জীবদ্দশায় তিনি প্রতি ঈদে এলাকার অসহায় গরীব দুস্থদের মাঝে খাবার ও শাড়ি লুঙ্গি বিতরণ করতেন। আর তারই ধারাবাহিতকায় আমিও আমার শিল্প প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতি বছর ঈদুল ফিতরে এলাকার অসহায় দুস্থ মানুষের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ অব্যাহত রেখেছি। আগামীতে আরো বড় পরিসরে অসহায় দুস্থদের শাড়ি লুঙ্গি বিতরণের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি