হাকিমপুরে সাজাপ্রাপ্ত আসামি বারিক মাস্টার গ্রেপ্তার
দিনাজপুরের হাকিমপুরে অর্থ ঋণ আদালতের মামলায় সাজা প্রাপ্ত আসামি আব্দুল বারিক সরকার নামের এক স্কুল মাস্টারকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি হাকিমপুর উপজেলার বোয়ালদাড় স্কুল এন্ড কলেজের সাময়িক বরখাস্তকৃত ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল বারিক সরকার।
সোমবার (১৭ এপ্রিল) দুপুরে সাজাপ্রাপ্ত আসামিকে দিনাজপুর জেলহাজতে পাঠায় হাকিমপুর থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া।
ওসি সায়েম মিয়া জানান, রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানা এলাকা হতে সাজাপ্রাপ্ত আসামি আব্দুল বারিক সরকারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বারিক মাস্টার অর্থ ঋণ আদালতের মামলায় ৮ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১৫ লাখ ২০ হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত মামলার সাজাপ্রাপ্ত আসামি ছিলেন ।

হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ