সৈয়দপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
সোমবার নীলফামারীর সৈয়দপুরে উপজেলা প্রশাসনের আয়োজনের ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে “ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আদুরী তমা, উপজেলা শিক্ষা অফিসার জাকির হোসেন সরকার, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মফিজুল হক, বীর মুক্তিযোদ্ধা মো. জিকরুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ, সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাস বাবু ও সাংবাদিক এম আর আলম ঝন্টু প্রমুখ।
সভায় সৈয়দপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সৈয়দপুর পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যূরালে উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসনসহ রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পামাল্য অর্পণ করা হয়।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি