নবাবগঞ্জে ধানী জমিতে সেচ না দেওয়ার অভিযোগ গভীর নলকুপ মালিকের বিরুদ্ধে
দিনাজপুরের নবাবগঞ্জে পারিবারিক দ্বন্দের জেরে ধানী জমিতে সেচ না দেওয়ার অভিযোগ গভীর নলকুপ মালিক সাইফুল ইসলামের বিরুদ্ধে। সেচ না দেওয়ায় ভুক্তভোগী রিয়াজুল ইসলাম রুবেলের ৪ বিঘা জমি অনাবাদি পড়ে রয়েছে। বর্তমানে অন্য কৃষকেরা নলকূপের পানি দিয়ে বোরো আবাদ করলেও দ্বন্দের জেড়ে তার জমিতে পানি সেচ না দেওয়ায় সেগুলো পড়ে রয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের চকদলু এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, সাইফুল ইসলামের অগভীর নলকূপ থেকে সামান্য কিছু দূরে রয়েছে রিয়াজুল ইসলাম রুবেলের জমি। চারিপাশে জমিতে বোরো ধান লাগানো থাকলে তার জমিগুলো শুকনো পড়ে রয়েছে। পানির অভাবে বোরো ধান লাগাতে পারেনি তিনি।
জমির মালিক রিয়াজুল ইসলাম রুবেল বলেন, সাইফুল ইসলামের সাথে আমার পারিবারিক শত্রুতা থাকতে পারে। তবে তিনি আমার জমিতে কেন পানি দিবে না? আমার তো কোন বকেয়া নেই। জমিতে পানি না দেওয়ার কারনে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দিয়েছি। তবুও কোন সমাধান হয়নি। আমি তদন্ত সাপেক্ষে সুষ্ট বিচার দাবী করছি।
অগভীর নলক‚ পের মালিক সাইফুল ইসলাম বলেন, গত বছরের পানি দেওয়া বিল বকেয়া থাকার কারনে রুবেলের জমিতে পানি দেওয়া হয়নি।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিকুর রহমান বলেন, জমিতে পানি না দেওয়ার কারনে রুবেল নামে এক ব্যক্তি অভিযোগ করেছেন। আমি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবো।

হিলি (দিনাজপুর) প্রতিনিধি।।