দিনাজপুরে ৩টি সরকারি মডেল মসজিদের শুভ উদ্বোধন
দিনাজপুর জেলার তিনটি উপজেলা নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর সরকারি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় ভার্চুয়ালি দিনাজপুর জেলার ৩টিসহ দেশের অন্য জেলা-উপজেলায় নির্মিত মোট ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের ঘোষণা দেন তিনি।
জানা যায়, দিনাজপুর জেলা, নবাবগঞ্জ উপজেলা, ঘোড়াঘাট উপজেলা ও হাকিমপুর উপজেলায় তিনটি মডেল মসজিদ নির্মাণ করেছে সরকার। এসব মসজিদে একসঙ্গে সহস্রাধিক মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। নারীদের আলাদা ওজু ও নামাজ পড়ার ব্যবস্থাও রয়েছে। থাকছে ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, লাইব্রেরি, হজ্জযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ সেন্টার, ইসলামি গবেষণা ও দাওয়া কার্যক্রম, হেফজখানা, শিশু ও গণশিক্ষা কার্যক্রম, অতিথিশালা, পবিত্র কুরআন হেফজ, মৃত ব্যক্তির গোসলের ব্যবস্থা ইত্যাদি।
এছাড়াও এই মডেল মসজিদে ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থা এবং গাড়ি পার্কিংয়ের সুবিধা রাখা হয়েছে।
দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ রাইজিংবিডিকে বলেন, আজ এ জেলায় ৩টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ