আদমদীঘি ট্রেনে কেটে বৃদ্ধের মৃত্যু
সোমবার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনে কেটে অজ্ঞাতনামা (৬০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। স্টেশনের রেলওয়ে নিরাপত্তা বাহিনী চৌকি কার্যালয়ের সামনে অসাবধানতায় প্লাটফর্মের নীচে রেললাইনে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
এতে ওই যাত্রী দ্বিখন্ডিত হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। জানা গেছে, চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন প্রায় দুই ঘন্টা বিলম্বে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সান্তাহার রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি স্টেশনে প্রবেশ করার মুহুর্তে ওই স্থানে প্লাটফমে অপেক্ষারত ওই যাত্রী হটাৎ করেই রেললাইনে পড়ে যায়। এতে করে ট্রেনের চাকায় কাটা পড়ে দ্বি-খন্ডিত হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এরিপোর্ট পাঠানো সময় পর্যন্ত নিহতের পরিচয় মেলেনি। রেলওয়ে থানায় অস্বাবাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এবিষয়ে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনর্চাজ মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিচয় সনাক্তে সিআইডিকে খবর দেওয়া হয়েছে।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি