খেলাঘর বগুড়া জেলা কমিটির ইফতার ও আলোচনা
খেলাঘর বগুড়া জেলা কমিটির উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে শহরের স্থানীয় একটি মোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন। খেলাঘর জেলা কমিটির আহ্বায়ক আমজাদ হোসেন মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর, সরকারি আজিজুল হক কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর খৈয়ম কাদের, খেলাঘর জেলা কমিটির সাবেক সভাপতি মাহবুব হামিদ তারা। এসময় উপস্থিত ছিলেন উচ্চরণ একাডেমির পরিচালক এ্যাডভোকেট পলাশ খন্দকার, বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফ, মৌমাছি খেলাঘর আসরের সভাপতি মাসুদুর রহমান রানা, শিশুতোষ পত্রিকা অনুশীলনের সম্পাদক এম রহমান সাগর, খেলাঘর সংগঠক এস এম আনিছুর রহমান। এছাড়াও খেলাঘর বিভিন্ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি