অগ্নি জনসচেতনতায় বাজারে বাজারে ঘুরছেন ইউএনও-ওসি
অগ্নিকান্ডের ভয়াবহতা রোধ, অগ্নিকান্ডের লেলিহান শিখা প্রতিরোধ সচেতনতায় বাজারে বাজারে হ্যান্ড মাইক নিয়ে ছুটছেন ইউ্এনও-ওসি। তারা আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকালে কিশোরগঞ্জ প্রধান বাজারে হ্যান্ড মাইক নিয়ে বিভিন্নস্থানে এ সচেতনতা ক্যাম্প করেন।
তীব্র তাপদাহ আর সম্প্রতি সময়ে ঢাকাসহ বিভিন্ন এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে ও প্রতিনিয়ত হচ্ছেই। অগ্নিকান্ডের লেলিহান শিখায় অল্প সময়ে ভস্মিভূত হচ্ছে কোটি কোটি টাকার সম্পদ। তাই অগ্নিকান্ড এবং আগুনের লেলিহান শিখা থেকে কিভাবে সচেতন থাকা যায় বা কিভাবে প্রতিরোধ করা যায় এ জন্য সচেতনতায় বাজারে বাজারে ঘুরছে ইউএনও-ওসি। তারা ফেয়ার সার্ভিসের একটি দল, বিদ্যুৎ বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষের সমন্বয়ে এ জন সচেতনতা সৃষ্টিতে কাজ করছে। মাইকে বৈদ্যুতিক শটসার্কিট রোধে বৈদ্যুতিক তার পরীক্ষা, সিগারেটের আগুনসহ বিভিন্ন আগুন থেকে সচেতন থাকতে পরামর্শ দিচ্ছেন। অগ্নি সচেতনতায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী, অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়, ফায়ার সার্ভিসের টিম লিডার, নেসকো লিঃ আবাসিক প্রকৌশলী সামসুল আরেফিন প্রমুখ। পরে এ সচেতনতা দলটি বাজাওে ঘুরে ঘুরে অগ্নি সচেতনতায় লিফলেট বিতরণ করেন।

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি