ঈদ আনন্দ নেই একটি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীর
শিক্ষক কর্মচারীদের ঈদের আনন্দ থেকে বঞ্চিত করলেন এক মাদ্রাসা সুপার। তিনি ঈদের বেতন, বোনাস ও বৈশাখী উৎসবের বিল দাখিল না করায় এসব তুলতে পারেনি শিক্ষক-কর্মচারীরা। সুপার বর্তমানে রাজনীতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এটি করেছেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী সামসুল উলুম দাখিল মাদ্রাসার সুপার আব্দুল মতিন।
সূত্র জানায়- রণচন্ডী সামসুল উলুম দাখিল মাদ্রাসায় কর্মরত শিক্ষক-কর্মচারী রয়েছে ১৫ জন। এর মধ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক একজন নিয়োগ প্রাপ্ত শিক্ষক রয়েছেন। তার বেতন এখনো হয়নি। অন্যদিকে সম্প্রতি একটি কমিটি নিজের মত করে সাজিঁয়ে নেন এ সুপার। ফলে তার ইশারায় এক সহকারী শিক্ষকের বেতন বন্ধ করে দেয় কমিটি। এতে প্রতিষ্ঠানটিতে অসন্তোষটি শুরু হয় শিক্ষক-কর্মচারীদের মাঝে। এ সুপার ওই শিক্ষকের বেতন বন্ধ করে দিলে মাদ্রাসাটিতে রাজনৈতিক নতুন মোড় নেয়। রাজনৈতিক মোড়ের ফলে সুপারেরও বেতন বন্ধ হওয়ার আশংকা দেখা দেয়ায় তিনি শিক্ষক কর্মচারীদের বেতন, ঈদ বোনাস এমনকি বৈশাখী ভাতার কাগজ জমা দেয়নি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে। ফলে ঈদ আনন্দ থেকে বঞ্চিত হল এসব শিক্ষক-কর্মচারীসহ তাদের পরিবারের সদস্যরা। সম্প্রতি ১৭ মার্চ বঙ্গবন্ধু’র জন্মদিন নিয়ে কটুক্তি করলে ওই সুপারের বিরুদ্ধেও বিস্তর অভিযোগ উঠে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হলে তিনি বিপদের সংকেত দেখেই বেতন, বোনাস ও বৈশাখী ভাতার সীট জমা দিচ্ছেন না, কারণ তারও (সুপারের) বেতন বন্ধ হওয়ার আশংকা দেখেই এ কাজ করেছেন বলে নাম প্রকাশে অনিচ্ছিক এক শিক্ষক জানান। একজন নাম প্রকাশে অনিচ্ছিক ব্যক্তি জানান- তিনি বঙ্গবন্ধু’র জন্মদিন নিয়ে কটুক্তি করে ফেঁসে গেছেন। তাই বিভিন্ন জায়গায় ছুটছেন, নিজেকে বাঁচাতে। ওই মাদ্রাসার এক শিক্ষক জানান- তিনি প্রতিষ্ঠানটির দায়িত্ব নেয়ার পর থেকে প্রতিষ্ঠানটিতে রাজনৈতিক খেলা চলছে। শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক ঠুকে শিক্ষার পরিবেশ নষ্ট হয়েছে। এদিকে অফিস খোলা থাকার শেষ দিন মঙ্গলবার বিকাল পর্যন্ত খবর নিয়ে দেখা গেছে কোন বিল সীট জমা দেয়া হয়নি। ফলে ঈদের আনন্দ থেকে ১৪ টি পরিবারের সদস্যদের বঞ্চিত করলো এ সুপার।
এ ব্যাপারে রনচন্ডী সামসুল উলুম দাখির মাদ্রাসার সুপার আব্দুল মতিন জানান- স্বীকৃতির নবায়নের সমস্যার কারণে বেতন জমা দেয়া হয়নি। এর আগে কিভাবে বেতন তুলেছেন তা জানতে চাইলে- তিনি কৌশলে এড়িয়ে যান।
উপজেলা নির্বাহী অফিসার ও ওই প্রতিষ্ঠানের সভাপতি নূরে-ই-আলম সিদ্দিকী জানান- এ পর্যন্ত কোন বেতন, বোনাস ও উৎসব ভাতার সীট জমা পাইনি আর ঈদের আগে পাওয়ারও সম্ভাবনা বা সুযোগ নেই।

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি