পার্বতীপুর রেলওয়ে জংশন হয়ে দুই জোড়া "ঈদ স্পেশাল" ট্রেনের যাত্রা শুরু
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী চলাচলের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ের বৃহৎ জংশন পার্বতীপুর হয়ে মঙ্গলবার (১৮ এপ্রিল) দুই জোড়া "ঈদ স্পেশাল" ট্রেনের যাত্রা শুরু হয়েছে। এর মধ্যে এক জোড়া চিলাহাটি "ঈদ স্পেশাল" ট্রেন ১৫ আপ ও ১৬ ডাউন এবং অন্য জোড়া বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম "ঈদ স্পেশাল" ট্রেন ১ আপ ও ২ ডাউন। ঈদ স্পেশাল ট্রেন মোট ৫ দিন চলবে। এর মধ্যে ঈদের আগে ৩ দিন ও ঈদের পরে ২ দিন চলাচল করবে।
জানা গেছে,পবিত্র ঈদে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে যাত্রী চলাচল নিশ্চিত করতে এবং চলাচলের সুবিধার্থে রেলওয়ে পশ্চিমাঞ্চলের বৃহৎ রেলওয়ে জংশন পার্বতীপুর হয়ে দুই জোড়া "ঈদ স্পেশাল" ট্রেন চালানোর সিন্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। সেই মোতাবেক মঙ্গলবার থেকে যাত্রা শুরু করেছে "ঈদ স্পেশাল" ট্রেন। এই ট্রেন ঈদের আগে ৩ দিন অথাৎ ১৮,১৯ ও ২০ এপ্রিল এবং ঈদের পরে ২ দিন অথাৎ ২৪ ও ২৫ এপ্রিল চিলাহাটি-ঢাকা, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম-জয়দেবপুর স্টেশনের মধ্যে চলাচল করবে। চিলাহাটি "ঈদ স্পেশাল" ট্রেনটি যাত্রা বিরতি করবে চিলাহাটি, ডোমার, নীলফামারী, সৈয়দপুর, পার্বতীপুর জংশন, ঢাকা বিমানবন্দর, ঢাকা কমলাপুর স্টেশনে এবং বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম "ঈদ স্পেশাল" ট্রেনটি যাত্রা বিরতী করবে জয়দেবপুর,সান্তাহার, জয়পুরহাট, বিরামপুর,ফুলবাড়ী,পার্বতীপুর জংশন, দিনাজপুর, ঠাকুরগাঁও রোড,কিসমত ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনে।
এই ট্রেনের ২টি অফিসিয়াল অপারেশনাল স্টপেজ রয়েছে। এগুলো হচ্ছে বঙ্গবন্ধু সেতু পূর্ব ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম। এ ছাড়াও আরো বেশ কয়েকটি আন অফিসিয়াল স্টপেজে দাঁড়াতে হবে এই ট্রেনকে।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ