শিবগঞ্জে ইমাম ও মুয়াজ্জিমদের আর্থিক সহায়তা প্রদান
বগুড়ার শিবগঞ্জ পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক ব্যক্তিগত তহবিল থেকে প্রতিবারের ন্যায় শিবগঞ্জ পৌর এলাকার ৬২টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিমদেরকে নগদ অর্থ ও খেজুর বিতরণ করেন।
মঙ্গলবার পৌরসভা মিলনায়তনে এ সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর রুহুল আমিন ফকির, শামছুদ্দোহা শামীম, আবু সাইদ, শাহিন প্রাং, উচ্চমান সহকারি বদিউজ্জামান বদি। ইমাম ও মুয়াজ্জিমদের মধ্যে মাওলানা আলমগীর হোসেন, আনিছুর রহমান, আক্তার হোসেন, গোলজার হোসেন, আব্দুল হামিদ।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি