পঞ্চগড়ে ভিডব্লিউবি কর্মসূচির পুষ্টি চাল বিতরণ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহিলা বিষয়ক অধিদপ্তর পঞ্চগড় সদরের ভিডব্লিউবি চাল বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার মাগুড়া ইউনিয়ন পরিষদে ২০২৩-২০২৪ চক্রের ২৬২ জন উপকার ভোগীর মাঝে ৩০ কেজি হারে এ চাল বিতরণ করা হয়। মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় বলেন, আমাদের ইউনিয়নেও সুষ্ঠভাবে ভিডব্লিউবি চাল বিতরন করা হয়েছে। ইউনিয়ন পরিষদের পক্ষ হইতে মাগুড়া ইউনিয়নের উপকার ভোগীদের ও সকল জনগণকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।
এ সময় মাগুড়া ইউনিয়ন পরিষদের সচিব মানিক চন্দ্র রায়, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হাসিবুল ইসলাম উপস্থিত ছিলেন।

পঞ্চগড় প্রতিনিধি