শিবগঞ্জে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঈদ সামগ্রী বিতরণ
বগুড়া শিবগঞ্জে বাংলাদেশ মানবাধিকার কমিশনের আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন শিবগঞ্জ উপজেলা সভাপতি আশরাফুজ্জামান মন্টু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু । সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাস্টার রবিউল ইসলাম রবির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনজুরুল আলম, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক সোহেল আক্তার মিঠু। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ পৌর সভার সংরক্ষিত মহিলা কাউন্সিল মিনারা বেগম। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন শিবগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি আনোয়ার হোসেন, আবু হান্নান, ডাক্তার আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবু সায়েম, নাফিজুল
ইসলাম, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, আটমূল ইউনিয়ন সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমরান নাজির, দেউলী ইউনিয়ন সভাপতি সভাপতি আহম্মাদ হোসেন, নির্বাহী সভাপতি রেজাউল ইসলাম, শিবগঞ্জ সদর ইউনিয়ন সভাপতি আব্দুল মান্নান, সহসভাপতি সাজু,
সহসাধারণ সম্পাদক নান্নু, সোহেল রানা, সদস্য মুকুল মোদক, মোস্তাফিজার রহমান, মানবাধিকার কর্মী সাইদি হাসান লেলিন প্রমূখ।
পরে সমাজের অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয় এবং ইফতার অনুষ্ঠিত হয়।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: