বগুড়া উত্তর বাংলা সারস্বত আশ্রমে পূণ্য অক্ষয় তৃতীয়ার অনুষ্ঠান শুরু ২৩ এপ্রিল
আগামী ২৩, ২৪ ও ২৫ এপ্রিল, রবিবার, সোমবার ও মঙ্গলবার বগুড়া শহরের চেলোপাড়া উত্তর বাংলা সারস্বত আশ্রমে পূণ্য অক্ষয় তৃতীয়া ও সদ্গুরু শ্রী ১০৮ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব প্রবর্তিত জেলা ভক্ত সম্মিলনী (বৃহত্তর বগুড়া জেলা ৪৩ তম বার্ষিক অধিবেশন ) এবং শ্রীমৎ শঙ্করাচার্য্যদেবের পূণ্যাবির্ভাব তিথি উপলক্ষে মহোৎসব উদযাপিত হবে।
উক্ত মহোৎসবে শ্রীশ্রীজগদগুরুর আসনে বিশেষ পূজা, হোম, গীতাপাঠ, চণ্ডীপাঠ, অঞ্জলি প্রদান, অন্তরঙ্গ সভা, মহিলা সভা, ভাববিনিময়, সাধারণ ধর্মসভা, নামযজ্ঞ ও নর নারায়ণের সেবা প্রদান করা হবে।
আগামী ২২ এপ্রিল শনিবার বিকেলে শ্রীশ্রী ঠাকুর মহারাজের শ্রীমূর্তি শোভাযাত্রা সহকারে সুসজ্জিত মঞ্চে অধিষ্ঠান। শুভ অধিবাস, পূজা, মঙ্গলঘট স্থাপন, আরতি, আবাহনী গান, বারের গান, স্তোত্র বন্দনা, ত্রিদিবস ব্যাপি উৎসবের উদ্বোধন ও জয়গুরু মহানাম কীৰ্ত্তন অনুষ্টিত হবে। এরপর নানান আয়োজনে অনুষ্ঠানমালার সমাপ্তি ঘটবে ২৬ এপ্রিল । অনুষ্ঠান মালা চলবে প্রত্যেহ ভোর হতে রাত ১০ টা পর্যন্ত। অনুষ্ঠান সমুহে অংশ গ্রহণের অনুরোধ জানিয়েছেন উত্তর বাংলা সারস্বত আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী গৌরানন্দ সরস্বতী মহারাজ।

ষ্টাফ রিপোর্টার