শিবগঞ্জে ঈদ সামগ্রী বিতরণ করলেন পুলিশ সুপার সুদীপ
বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ ও ব্যবসায়ী সমিতির আয়োজনে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এলাকার দু:স্থ ও অসহায় মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার শিবগঞ্জ থানা চত্বরে প্রধান অতিথি হিসাবে বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম এ উপহার সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষানবীশ সহকারি পুলিশ সুপার শ্যামলী, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম, ব্যবসায়ীক সমিতির সভাপতি আলহাজ¦ আমিনুল হক দুদু, সাধারণ সম্পাদক সোহেল রানা, সমিতির নেতৃবৃন্দদের মধ্যে ছামছুল মোল্লা, ছামছুল হক, সাংবাদিক সোহেল আক্তার মিঠু, আব্দুর রউফ রুবেল। অনুষ্ঠানটি পরিচালনা করেন পুলিশ পরিদর্শক মোশারফ হোসেন।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি