আদমদীঘিতে রিক্সা-ভ্যান শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ার আদমদীঘিতে রিকশা ভ্যান ও ব্যাটারি চালিত ভ্যান শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা ১১ টায় আদমদীঘি বাস স্ট্যান্ডে সমিতির নিজস্ব অর্থায়নে ৭০০জন সদস্যদের মাঝে এই ঈদ সামগ্রী হিসেবে সেমাই বিতরণ করেন সমিতির প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুর রহিম।
এ সময় উপস্থিত ছিলেন, সমিতির সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খন্দকার কামরুল হাসান মধু, সমিতির সহ-সভাপতি ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান হানা, কোষাধ্য তোফাজ্জল হোসেন, সহ-সম্পাদক উজ্জল হোসেন, সদস্য আক্কাস আলী খাঁ, নাসির উদ্দিন, তোফাজ্জল-সহ সংগঠনের নেতৃ র্বগ।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ