সৈয়দপুরে বোতলাগাড়ী ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে তুঘলকি কান্ড
নীলফামারীর সৈয়দপুর উপজেলার একটি ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে তুঘলকি কান্ড ঘটেছে। এবারে নীলফামারীর সৈয়দপুর উপজেলার চার নম্বর বোতলাগাড়ী ইউনিয়নে জন্য ৫২ মেট্রিক টন ভিজিএফের চাল বরাদ্দ ছিল। তন্মধ্যে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সাড়ে ৮ মেট্রিক টন চাল খাদ্য গুদাম থেকে উত্তোলন না করে সে সব সরকারি খাদ্য গুদামে মজুদ করে রাখেন। পরে সে সব চাল গতকাল বুধবার উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে উত্তোলন করে ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
সৈয়দপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার চার নম্বর বোতলাগাড়ী ইউনিয়নে পাঁচ হাজার ২১৩ টি কার্ডের বিপরীতে ৫২ হাজার ১৩০ মেট্রিক টন ভিজিএফের চাল বরাদ্দ করা হয়। কিন্তু সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মো. মনিরুজ্জামান জুন বরাদ্দকৃত সব চাল উত্তোলন না করে সাড়ে ৮ মেট্রিক টন চাল খাদ্য গুদামে রেখে দেন। আর গত সোম ও মঙ্গলবার ৪৪ মেট্টিক টন উত্তোলন করে বিতরণ দেখানো হয়। পরবর্তীতে এ ঘটনাটি চাউর হয়ে যায়। বিভিন্ন সূত্রে ঘটনার খবর পেয়ে মঙ্গলবার রাতেই সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন রাশেদুল ইসলামসহ অন্যান্যরা সত্যতা যাচাইয়ে স্থানীয় খাদ্য গুদামে যান। তারা সেখানে গিয়ে চাল মজুদের রেজিষ্ট্রার পর্যালোচনা করে সত্যতা পান। এরপর রাতেই সৈয়দপুর উপজেলা প্রশাসন থেকে খাদ্য গুদামে মজুদ সাড়ে আট টন চাল ইউনিয়নের দুস্থদের মধ্যে বিতরণের সিদ্ধান্ত গ্রহন করা হয়। আর এ সিদ্ধান্ত বাস্তবায়নে গতকাল বুধবার খাদ্য গুদামে থাকা চালগুলো উত্তোলন করে উপজেলা প্রশাসন তদারকিতে বোতলাগাড়ী ইউনিয়নের ৮১০ জন দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে চাল বিতরণকালে সৈয়দপুর উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) মো. রাশেদুল ইসলাম, সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ থেকে গত দুই দিনে বরাদ্দকৃত ৫২ মেট্টিক টন চাল বিতরণ কার্যক্রম সমাপ্ত দেখানো হয়। আর বরাদ্দকৃত সাড়ে আট মেট্টিক ট্রন চাল উত্তোলন না করে চেয়ারম্যান খাদ্য গুদামে রেখে বিক্রির চেষ্টা করছিলেন।
এ নিয়ে কথা বলার জন্য সৈয়দপুর খাদ্যগুদামে খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীমা নাছরীনের ০১৭৩৭-১৩৮৬৬৬ নম্বর মুঠোফোনে কল করলেও তিনি তা রিসিভ না করায় মন্তব্য পাওয়া যায়।
বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান জুনের সঙ্গে কথা বলার জন্য যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান জানান, বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভিজিএফের সাড়ে আট মেট্টিক টন চাল স্থানীয় সরকারি খাদ্য গুদাম থেকে উত্তোলন করেননি। এতে এটি স্পষ্ট যে তাঁর উদ্দেশ্যে ভাল ছিল না। যেহেতু চালগুলো বাইরে যায়নি, সরকারি খাদ্য গুদামে মজুদ ছিল। তাই সরকারিভাবে বরাদ্দকৃত এ সব চাল দুস্থ বিতরণের ব্যবস্থা নেয়া হয়েছে। আর ঘটনাটি গুরুত্বসহকারি তদন্ত করা হচ্ছে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: