বগুড়া কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় কৃষক লীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে বগুড়া জেলা কৃষক লীগ উদ্যোগে শহরের টেম্পল রোড দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলার সভাপতি আলমগীর বাদশার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জুর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সহ সভাপতি জাহিদ হোসেন রতন, আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন কাদির জোয়ারদার, বকুল মিয়া, পৌর কৃষক লীগের আহবায়ক মাসুদ রানা সরকার, সদর কৃষক লীগের সভাপতি তাইফুর রহমান সুমন, কৃষক লীগ নেতা অধ্যাপক শ্যামল পাইকার, জামিলুর রহমান, খালেকুজ্জামান রাজা, ইকবাল হোসেন, ইসমাইল হোসেন, মশিউল আলম রিপন, আবদুল করিম, এ আর রিপন, গুলশান আকতার বিথী, মাহমুদুল হাসান, রনি, এ্যাডভোকেট শহিদুল ইসলাম, অরন্য দাশ গুপ্ত প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি