বগুড়ায় শ্রমিক লীগ নেতা সিজারের ঈদ সামগ্রী বিতরণ
জাতীয় শ্রমিকলীগ বগুড়া জেলা শাখার সদস্য সচিব রাকিব উদ্দিন প্রাং সিজারের নিজস্ব তহবিল থেকে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে শহরের তিনমাথা রেলগেট এলাকায় প্রায় দুই শতাধিক মানুষের মাঝে লাচ্ছা, চিনি, বিতরন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার। এসময় তিনি বলেন, এই ঈদে মানুষের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সুস্থ ভাবে ঘরে ফেরা। আপনারা যখন গাড়ি চালাবেন তখন সর্তক হয়ে চালাবেন, কেননা একটি দুর্ঘটনা সারাজীবন এর কান্না, একটি দুর্ঘটনা ঘটলে শুধু চালকই ক্ষতিগ্রস্ত হবে না ক্ষতিগ্রস্ত হবে শত শত যাত্রী। এতে করে অনেক মানুষের ঈদের আনন্দ ম্লান হয়ে যাবে। এসময় তিনি যানজট নিরসনে পুলিশদের পাশাপাশি সকলকে সচেতন হওয়ার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের যুগ্ন আহবায়ক আলহাজ্ব আব্দুল গফুর প্রাং, জুলফিকার আলী জুয়েল, সদস্য সাদিকুল ইসলাম সাদিক, আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন এর নেতা দুলাল প্রাং, ইউনুস মোল্লা, চাজাহান প্রাং, দেলোয়ার হোসেন বর্ণ, তানজিদ ইসলাম, রায়হান উদ্দিন পলাশ, আল ইমরান, মানু মন্ডল, ফারুক হোসেন এবং আলমগীর হোসেন প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি