সৈয়দপুরে যুবলীগ নেতা মোস্তফা ফিরোজের ঈদ উপহার বিতরণ
নীলফামারীর সৈয়দপুরে দুই হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার সৈয়দপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও শহরের বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা ফিরোজের উদ্যোগে ওইসব খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়।
দুপুরে শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম মার্কেটের মোস্তফা ফিরোজের ব্যবসা প্রতিষ্ঠান মুসা এন্টারপ্রাইজের সামনে এসব ঈদ উপহার প্রদান করা হয়। উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা ফিরোজের নিজে উপস্থিত থেকে অসহায় ও দুস্থদের হাতে ঈদ উপহার তুলে দেন।
এ সময় সাবেক পৌর ছাত্রলীগ সভাপতি মোশাররফ হোসেন, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু ও জসিম উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি, দুধ, সাবান ও পোলাও চাল।
বিতরণকালে যুবলীগ নেতা ভিপি মোস্তফা ফিরোজ তাঁর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, প্রতি বছর ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে আমার সামর্থ্য অনুযায়ী অসহায় দুস্থদের মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করি। এরই ধারাবাহিকতায় এবারের দুই হাজার পরিবারের মাঝে উল্লেখিত সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি। আগামীতে আরো বড় পরিসরে বিতরণের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ