“হেলমেট পড়ুন, নিরাপদে ঈদ উৎসব করুণ” স্লোগানে পুলিশের বিশেষ অভিযান
“হেলমেট পড়ুন, নিরাপদে ঈদ উৎসব করুণ” স্লোগানে বিশেষ অভিযান শুরু করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ থানা গেট থেকে এ বিশেষ অভিযানের কার্যক্রম শুরু করা হয়।
তখন দুপুর ১ টা। রাস্তার পাশে বসলেন ইউএনও-ওসি। একদল পুলিশ তারাহুড়া করে বিভিন্নজন বিভিন্ন স্থান বিশেষ করে মোড়গুলো নিজের নিয়ন্ত্রণে নিলেন। শুরু করলেন বিশেষ হেলমেট অভিযান। পুলিশ হেলমেট বিহীন মটরসাইকেল চালকদের গাড়ীসহ হাজির করছেন বসা দু’ কর্মকর্তার সামনে। ওই কর্মকর্তার সাফ কথা “জরিমানা দিন, না হলে ওই টাকায় হেলমেট কিনে আনুন, মটরসাইকেল নিয়ে যান”। এ অভিযানে আটকানো সকলেই নতুন হেলমেট কিনে গাড়ী নিয়ে যায়। এসময় একজন পুরাতন হেলমেট নিয়ে আসে। নতুনের সাফাই গাইতে সাথে নিয়ে আসে স্থানীয় সুজুকি শো রুমের একজন প্রতিনিধিকে। তিনি সাফাইও গান এ হেলমেটটি নতুন বলে চালিয়ে দিতে। কিন্তু উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নতুন হেলমেট না কেনা এবং মিথ্যার আশ্রয় নেয়ায় ওই যুবককে ১ হাজার টাকা জরিমানা করে। এ বিশেষ অভিযান আজ দিনব্যাপি ৪টি পয়েন্টে করবে এ অভিযান দলটি। ঈদের দিনেও সচেতনতায় এ বিশেষ অভিযান দলটি রাস্তায় থাকবে বলে একটি সূত্র জানিয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫ টি মামলায় ৮ হাজার ২ শ’ টাকা জরিমানা করা হয়েছে।
অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় জানান- নিরাপদে ঈদ উৎসব করতে মটর বাইকারদের সচেতনতা করা হচ্ছে। হেলমেট পড়লে দূর্ঘটনা রোধ করা সম্ভব হয়, এটি বোঝানোর জন্যই এ উদ্দ্যোগ নেয়া হয়েছে। “হেলমেট পড়ুন, নিরাপদে ঈদ উৎসব করুণ” স্লোগান দিয়ে মানুষদের হেলমেট পড়াতে উদ্বুদ্ধ করছি আমরা।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী বলেন- ঈদ মানে আনন্দ। এসময় অনেক বেপরোয়া যুবক হেলমেট না পড়ে মটরবাইক চালিয়ে থাকে। ফলে দূর্ঘটনা ঘটে। তাই এ দূর্ঘটনা রোধে এ বিশেষ অভিযান শুরু করেছি। এটি অব্যহত থাকবে।

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি